এশিয়া কাপে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। রোহিত শর্মা ও বাবর আজমদের এই লড়াই নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভারত-পাকিস্তান এশিয়া কাপে একবার নয় মুখোমুখি হতে পারে আরও দুইবার। এবার সেই ম্যাচ নিয়েই মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রাম।
গত বছরে অনেকেই ভেবেছিলেন, এশিয়া কাপের ফাইনালে খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে কাপ জেতে শ্রীলঙ্কা। তাই এবারে আর ভবিষ্যৎবানী করতে চান না কিংবদন্তি ফাস্ট বোলার। তিনি বলেন, ‘গতবার ভারত-পাকিস্তান ফাইনালের কথা লোকে বললেও, শ্রীলঙ্কা ফাইনাল খেলে। তাই, যে কেউ নিজেদের দিনে জিততে পারে বলে।‘ এশিয়া কাপকে আক্রাম ‘দ্বিতীয় বড় টুর্নামেন্ট’ হিসেবে জানিয়ে দেন। যেখানে বিশ্বকাপ তো অবশ্যই রয়েছে। এরপরেই এশিয়া কাপকে দেখেন তিনি। এবং একই বছরে ক্রিকেটের দু’টি বড় টুর্নামেন্ট নিয়ে দারুণ রোমাঞ্চিত এই পাকিস্তানি বোলার।
টি২০ ক্রিকেট খেলতে থাকা বোলারদের পক্ষে ১০ ওভার বল করা সমস্যার হতে পারে। এমনটাই মনে করেন ওয়াসিম আক্রম। তিনি বলেন, ‘ভারত হোক বা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা, এই টুর্নামেন্ট থেকেই বোঝা যাবে, বোলাররা ১০ ওভার করার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা। এখন বেশির ভাগ বোলারই ৪ ওভার করতেই অভ্যস্ত (টি-টোয়েন্টি)। গ্রুপ পর্বে শীর্ষে থাকতে হলে জিততে হবে। সবচেয়ে বড় কথা, এ বার ৫০ ওভারের ফরম্যাট। টি-টোয়েন্টি নয়। সহজ কথায়, মানসিকতা এবং ফিটনেস দুর্দান্ত প্রয়োজন। প্রতিটা দলের জন্যই কঠিন পরীক্ষা।’
এশিয়া কাপের আগে ১৭ জনের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দল নিয়েও নানা ধরনের বিতর্ক শুরু হয়েছে। এই দলে সুযোগ পেয়েছেন প্রতিভাবান তিলক ভর্মা। তবে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল।
এশিয়া কাপের জন্য ভারতের ১৭ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ইশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রশিদ্ধ কৃষ্ণা