ফিফার (FIFA The Best Award 2023) 'দ্য বেস্ট' পুরস্কার পেয়ে গেলেন লিওনেল মেসি (Lionel Messi)। এই খেতাবের দৌড়ে আর্জেন্টাইন মহাতারকা পেছনে ফেললেন আর্লিং হালান্ডকে। হাড্ডাহাড্ডি লড়াই চলেছে দুই ফুটবলরের মধ্যেই। কিন্তু ভোটের মাধ্যমে পুরুষদের ‘দ্য বেস্ট’ পুরস্কারটি জিতে নেন মেসি। ‘দ্য বেস্ট’ বেছে নেওয়ার জন্য ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা।
দুজনেই পেলেন ৪৮টি ভোট
মেসি ও হাল্যান্ড দুই জনেই পেয়েছেন একই সংখ্যক ভোট। ৪৮টি ভোট পেয়ে টাই হয়ে যায়। এরপর জাতীয় দলের ক্যাপ্টেনদের বিচারে প্রথম পছন্দ হিসেবে এগিয়ে থাকায় এই পুরস্কার পেয়ে গেলেন মেসি। ফলে 'দ্য বেস্ট' নিয়ে বিতর্ক থাকলই। অনেকেই অবাক হয়েছেন এই সিদ্ধান্তে। ২০১৯ সালের প্রথমবার এই শিরোপা জিতেছিলেন আর্জেন্টিনার তারকা। এই নিয়ে মোট তিনবার 'দ্য বেস্ট হলেন মেসি। যদিও আর্জেন্টাইন মহাতারকা উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে। তিনি নিজ হাতে পুরস্কারটি নিতে না পারলেও তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন থিয়েরি অঁরি। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে এই সেরা ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে। আর সেখানেই আরও একবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এলএম ১০।
সেরা কোচ পেপ
ম্যানচেস্টার সিটির হয়ে এক মরসুমে তিন খেতাব জিতে নেওয়ায় সেরা কোচের পুরস্কার পেয়েছেন পেপ গুয়ার্দেওলা। তবে তাঁর সেরার পুরস্কার পাওয়া নিয়ে কোনও বিতর্ক হয়নি। ম্যাঞ্চেস্টার সিটিকে গোটা বিশ্বের দরবারে অন্যতম সেরা দল হিসেবে তুলে এনেছেন মেসিদের প্রাক্তন কোচ। মহিলাদের মধ্যে‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার জিতে নিলেন সারিনা ভাইগমান। পুরুষদের গোলকিপারদের মধ্যে‘দ্য বেস্ট’ এডারসন। ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পায় ব্রাজিল। মহিলাদের বিভাগে ‘দ্য বেস্ট’ গোলকিপার হন মেরি আর্পস। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে নিলেন তিনি।
সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার জিতলেন গিলের্মে মাদুরগা। বাইসাইকেল কিকে করা তাঁর গোলটি সেরা বিবেচিত হয়েছে। মহিলাদের ফিফা ‘দ্য বেস্ট’ হয়েছেন আইতানা বোনমাতি।