কোপা আমেরিকার (Copa America 2024) ফাইনালে মারাত্মক চোট পেয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর পা ফুলে যেতে দেখা গিয়েছিল। ম্যাচ চলাকালীন শট করার সময় নন কিকিং ফুট ঘুরে গিয়েছিল। আর খেলতে পারেননি সুপারস্টার ফুটবলার। ডাগআউটে বসে তাঁর কাঁদার দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সহজে এই চোট থেকে সহজে রেহাই পাচ্ছেন না লিয়োনেল মেসি। মনে করা, তাঁর ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে প্রথম দু’টি ম্যাচে খেলতে পারবেন না মেসি। তবে মায়ামির তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে ক’টি ম্যাচে খেলতে পারবেন না তা বলা নেই।
কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে বারবার ফাউলের শিকার হন মেসি। ফাইনাল চলাকালীন ৩৬ তম মিনিটেই মেসির পায়ে চোট লাগে। পরবর্তীতে ৬৫ মিনিট নাগাদ খোঁড়াতে খোঁড়াতে তাঁকে মাঠ ছাড়তে দেখা যায়। মেসি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ হয়ে গিয়েছে। আমি প্রথমেই যেটা করতে চাই সেটা হল প্রত্যেককে তাদের মেসেজ এবং শুভেচ্ছা বার্তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এই মুহূর্তে ভালো রয়েছি। আগের থেকে অনেকটাই ভালো রয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাব। আমি নিশ্চিত কয়েকদিনের মধ্যেই আমি ফের মাঠে ফিরতে পারব সম্পূর্ণ সুস্থ হয়ে। যেটা করতে আমি সবথেকে বেশি ভালোবাসি।’ মেসি না থাকলেও জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। লাউতারো মার্টিনেজের গোলে জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা।
আর বুধবার মেসিকে দেখা যায় তাঁর ছেলের সঙ্গে বসে রয়েছেন খোশ মেজাজে। যা দেখে অনেকটাই আশ্বস্ত ভক্তরা। তবে কবে থেকে তিনি খেলতে পারবেন তা নিয়ে এখনও চিন্তায় ফ্যানরা।
সকলে তাদের প্রিয় তারকার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে মঙ্গলবার মেসি নিজের আশ্বস্ত করেছেন তাঁর ভক্তকূলকে। আসলে কোপা আমেরিকা চলাকালীনই আমেরিকায় ঘরোয়া ফুটবলও চলছে জোরকদমে। তবে চোটের জন্য এই ম্যাচগুলিতে খেলতে পারছেন না মেসি।