Advertisement

Lionel Messi: 'আধপেটা' খেয়েই রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন মেসি, কেন?

তারকাদের সমস্যা অনেক। সেই তারকা যদি লিওনেল মেসি (Lionel Messi) হন, তবে তো কথাই নেই। নিজের দেশে এমন সমস্যায় পড়তে হল মেসিকে যে রেস্টুরেন্টে খাবার ছেড়েই উঠে আসতে হল। আর্জেন্টিনার (Argentina) হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে দেশে এসেছেন মেসি। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে এক রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেই খবর পৌঁছে যেতেই ছুটে আসতে থাকেন মেসির ভক্তরা। 

মেসি ও তাঁর ফ্যানরা (ছবি ট্যুইটার)মেসি ও তাঁর ফ্যানরা (ছবি ট্যুইটার)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2023,
  • अपडेटेड 4:18 PM IST
  • রেস্তোরায় আটকে পড়লেন মেসি
  • ফিরে আসতে হল অল্প খেয়েই

তারকাদের সমস্যা অনেক। সেই তারকা যদি লিওনেল মেসি (Lionel Messi) হন, তবে তো কথাই নেই। নিজের দেশে এমন সমস্যায় পড়তে হল মেসিকে যে রেস্টুরেন্টে খাবার ছেড়েই উঠে আসতে হল। আর্জেন্টিনার (Argentina) হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে দেশে এসেছেন মেসি। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে এক রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেই খবর পৌঁছে যেতেই ছুটে আসতে থাকেন মেসির ভক্তরা। 

রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন মেসি

আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুয়েনস আয়ারসের পালের্মোয় ডন হুলিও রেস্তোরাঁয় স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো (Antonela Roccuzzo) ও সন্তানদের নিয়ে ডিনার করতে গিয়েছিলেন মেসি। সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মেসি খেতে গিয়েছিলেন, এই খবর চাউর হতেই রেস্তোরাঁর আশপাশে ভিড় জমিয়ে ফেলেন মেসি ভক্তরা। সামনের রাস্তায়ও যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। প্রিয় তারকার জন্য তাঁরা গানও গাইতে শুরু করে। 'মুচাচোস' গানে মেতে ওঠে গোটা এলাকা। কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার ভক্তরা এই গান গেয়েছেন। কাতার বিশ্বকাপে অমন অকুণ্ঠ সমর্থনের জন্যই ফিফার ‘সেরা সমর্থক’ হিসেবে বিবেচিত হন আর্জেন্টিনার ভক্তরা।  

আরও পড়ুন

সোমবার রাতে মেসিকে জনসম্মুখে দেখতে পেয়ে আর্জেন্টাইন ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে যান। আসলে সামনে স্বপ্নের তারকা। ফলে রেস্তোরাঁর বাইরে থেকেই ভক্তরা মেসির পরিবারের সকলের ছবি তুলতে থাকেন। জনতার ভিড়ে রাস্তা আটকে যাওয়ায় কার্যত বাধ্য হয়েই পুলিশ এসে হস্তক্ষেপ করে। সংবাদমাধ্যম জানিয়েছে, জনতার ভিড়ে মেসি তাঁর পরিবার নিয়ে শান্তিতে খাওয়াটাও শেষ করতে পারেননি। তার আগেই উঠে বের হয়ে যেতে হয়। ভিডিওতে দেখা গেছে, মেসি পরিবার নিয়ে বের হওয়ার সময়ও ভক্তরা তাঁকে ছেঁকে ধরেন।

পুলিশের সহযোগিতায় মেসির পরিবার নিয়ে গাড়িতে ওঠার সময় ভিডিও করেন এক ভক্ত। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘প্রিয় ১০ নম্বর, আমার দিকে তাকানোর জন্য ধন্যবাদ। এখন শান্তিতে মরতেও পারব।’ কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর প্রথমবারের মতো দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় মেসি। আর্জেন্টিনার তিন তারা জার্সি পরে প্রীতি ম্যাচে পানামা ও কুরাকাওয়ের মুখোমুখি হবেন পিএসজি তারকা। শুক্রবার পানামার মুখোমুখি হওয়ার পর ২৮ মার্চ কুরাকাওয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement