হঠাৎ করেই পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। জন্মদিনের দিনই সে সিদ্ধান্তের কারণ জানালেন সুপারস্টার ফুটবলার। ৩০ জুন আনুষ্ঠানিকভাবে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। তবে এর আগেই ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা করেছেন তিনি।
এ দিকে পিএসজি ছাড়া নিয়ে কাতারের সংবাদমাধ্যম ‘বিইন স্পোর্টসে’ মেসির দেয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে পিএসজির সমর্থকদের নিয়ে মেসির বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারে মেসি জানান, ‘শুরুতে যেভাবে পিএসজি সমর্থকরা আমাকে গ্রহণ করেছিল, তাতে মুগ্ধ হয়েছিলাম। তাদের অভ্যর্থনা খুব সুন্দর ছিল। কিন্তু পরে প্যারিসের জনসাধারণের একটি অংশ আমার সঙ্গে অন্যরকম আচরণ শুরু করে। তবে অনেকের ব্যবহারই শুরুর দিকে বেশ ভালো ছিল।‘ পিএসজি সমর্থকরাই যে মেসির ক্লাব ছাড়ার কারণ, তা যদিও অনেক আগেই অনুমান করা গিয়েছিল। তবে এবার তা সত্যি হল।
তবে আর্জেন্টাইন সুপারস্টার একা নন, এমন সমস্যায় এর আগে পড়তে হয়েছে পিএসজি-র অন্য তারকাদেরকেও। মেসি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথা। সেই তালিকায় যেমন রয়েছেন নেইমার, ঠিক তেমনি আছেন কিলিয়ান এমবাপেও। সেই কারণেই শোনা যাচ্ছে এমবাপেও ক্লাব ছাড়তে পারেন। মনে করা হচ্ছে, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ফ্রান্স হারানোর পর থেকেই সমস্যা বেড়েছে।
মেসি আরও বলেন, ‘প্যারিসের সমর্থকদের মধ্যে বিভেদ তৈরি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে আমি মনে করি, তারা এ ধরনের আচরণেই অভ্যস্ত। আমার আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও এমনটি হয়েছে। আমি এটি সম্পর্কে জানি। তবে আমি তাদের সঙ্গেই থাকতে পছন্দ করি, যারা আমাকে সম্মান করে। আমি তাদের প্রতি সম্মান দেখিয়ে ওখান থেকে চলে এসেছি। এর বেশি কিছু আর নেই।
পিএসজি ছাড়ার খবর জানাজানি হতেই আলোড়ন পড়ে যায় মেসিকে নিয়ে। তিনি কোথায় যোগ দিচ্ছেন সেটাই হয়ে ওঠে চর্চার বিষয়। অনেক ক্লাবের প্রস্তাব তাঁর কাছে ছিল।