Advertisement

Lionel Messi: ৮০ সেকেন্ডে মেসির গোল, অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা

অস্ট্রেলিয়ার (Australia vs Argentina) বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে মাত্র ৮০ সেকেন্ডেই গোল করে নিজের কেরিয়ারের দ্রুততম গোল করে ফেললেন আর্জেন্টিনা ক্যাপ্টেন লিওনেল মেসি (Lionel Messi)। শুধু তাই নয় গড়ে ফেললেন দারুণ এক নজির। ২ মিনিট থেকে শুরু করে ৯০ মিনিটের মধ্যে প্রত্যেক মিনিটেই গোল করার নজির রয়েছে মেসির।

লিওনেল মেসি
Aajtak Bangla
  • বেজিং,
  • 15 Jun 2023,
  • अपडेटेड 9:21 PM IST

অস্ট্রেলিয়ার (Australia vs Argentina) বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে মাত্র ৮০ সেকেন্ডেই গোল করে নিজের কেরিয়ারের দ্রুততম গোল করে ফেললেন আর্জেন্টিনা ক্যাপ্টেন লিওনেল মেসি (Lionel Messi)। শুধু তাই নয় গড়ে ফেললেন দারুণ এক নজির। ২ মিনিট থেকে শুরু করে ৯০ মিনিটের মধ্যে প্রত্যেক মিনিটেই গোল করার নজির রয়েছে মেসির।


একমাত্র প্রথম মিনিটে গোল করতে পারেননি মেসি। এমন নজির বিশ্ব ফুটবলের ইতিহাসে কোনও ফুটবলারের নেই। চিনে অনুষ্ঠিত এই প্রদর্শনী ম্যাচে ২-০ গোলে জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। বেজিং-এ ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। অজি ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গিয়েছিলেন এঞ্জো ফার্নান্দেজ। বক্সের কিছুটা বাইরে থাকা মেসিকে পাস বাড়িয়ে দেন তিনি। বল ধরেই ডি বক্সের মাথা থেকে অস্ট্রেলিয়ার দুই প্রতিপক্ষকে কাটিয়ে বাঁক খাওয়া শটে বল জালে জড়িয়ে দেন। দুই মিনিটের মাথায় গোল করে দলে এগিয়ে দেন মেসি। শুধু তাই নয়, বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার একাধিক ডিফেন্ডারকেও কাটিয়ে এগিয়ে যেতে দেখা যায় মেসিকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: মোহনবাগান ছাড়ছেন প্রীতম? কেরল দিল বড় অফার


মেসি গোল করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। তাঁরা তো এমন গোল দেখতেই ভিড় জমান। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে মোট ১০২৮টি ম্যাচ খেলা হইয়ে গেল মেসির। ৮০৭টি গোল রয়েছে তাঁর। ৩৩৮টি অ্যাসিস্ট রয়েছে। 

আরও পড়ুন: বার্সেলোনার সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল? লাল-হলুদ সমর্থকদের খোঁচা মোহনবাগানকে
গত বছরের শেষদিকে দেশের জার্সিতে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেই সময়ও শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও গোল করেছিলেন মেসি। ২-১ গোলে সেই ম্যাচেও হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সময়ও প্রথম গোল আসে আর্জেন্টাইন অধিনায়কের কাছ থেকে। ৩৫ মিনিটে গোল করেন। আর এদিন দ্বিতীয় গোল করেন জার্মান পেজেলা। ৬৮ মিনিটে এনজো ফার্নান্ডেজের বাঁ দিক থেকে করা ডান পায়ের ক্রসে মাথা ছুঁয়ে গোল করে যান পেজেলা। দুই গোলের ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।      

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement