দেশের জার্সিতে এক ম্যাচেই পাঁচ গোল করে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi)। দলের পাঁচ গোলের সবকটাই তাঁর। এস্তোনিয়াকে প্রীতি ম্যাচে উড়িয়ে জয়ের ধারা বজায় রাখল আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়ের পরে ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জয়। আর এবার একাই পাঁচ গোল। একের পর এক নজির গড়ে চলেছেন এলএম ১০।
ইতালির বিরুদ্ধে দারুণ খেললেও গোল পাননি মেসি। ম্যাচের সেরা হয়েছিলেন। ৩টে গোলের ২টো অ্যাসিস্ট ছিল। তবে এবার যেন সমস্ত কিছুই ছাপিয়ে গেলেন। এর আগে দেশের জার্সিতে এক ম্যাচে পাঁচ গোল না করলেও বার্সেলোনার হয়ে এই রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে। ২০১২ সালে লেভারকুশেনের বিরুদ্ধে পাঁচ গোল করেন তৎকালীন বার্সা স্টার। তৃতীয় আর্জেন্টাইন হিসেবে পাঁচ গোল করলেন মেসি। ১৯২৫ সালে প্রথমবার ম্যানুয়েল সিওয়ানে, ১৯৪১ সালে হুয়ান মারভেজ্জি এক ম্যাচে পাঁচ গোল করেন।
ফিফা ক্রমতালিকায় ভারতের থেকেও নীচে রয়েছে এস্তোনিয়া। তবুও তাতে মেসির কৃতিত্বকে কোনও ভাবেই ছোট করা যায় না। মোট গোলের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেছনেই রয়েছেন মেসি। ক্লাব ও দেশের হয়ে মোট ৭৬৯টি গোল রয়েছে মেসির। অনেকটাই এগিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো। তাঁর গোলসংখ্যা ৮১৫। তিন নম্বরে পেলে। ৭৬৭টি গোল করেছেন তিনি।
আরও পড়ুন: ISL-এ ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে কারা?
দেশের হয়ে ৮৬টি গোল করে হাঙ্গেরির পুসকাসকে পেছনে ফেললেন মেসি। রবিবার ম্যাচের আট মিনিটেই পেনাল্টি থেকে প্রথম গোল করেন মেসি। এরপর ৪৫ মিনিটে দ্বিতীয় গোল। তার ঠিক দুই মিনিট পরেই ফের গোল করে যান তিনি। দ্বিতীয়ার্ধে ৭১ ও ৭৬ মিনিটে ফের গোল করেন তিনি। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থাকা মেসি সমর্থকদের আশা জাগাচ্ছেন। এই বছরেই কাতার বিশ্বকাপ। এটাই হয়ত তাঁর জীবনের শেষ বিশ্বকাপ। তাই এটা জিততে মরিয়া হবে তিনি। দেশের জার্সিতে তাঁর পারফরম্যান্সও সেই কথাই জানান দিচ্ছে।