সৌদি আরবের ক্লাব আল হিলালের (AL Hilal FC) দেওয়া বিরাট অঙ্কের প্রস্তাব নাকচ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতেই (Inter Miami) সম্ভবত যোগ দিচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন সুপারস্টার নিজেও সে কথা জানিয়ে দিয়েছেন বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।
কী বলেছেন মেসি?
পিএসজি ছাড়ার পর থেকেই কোন ক্লাবে যাবেন মেসি তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছিল। এর মাঝেই বিশ্ব ফুটবলের অন্যতম তারকার সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। সেখানে তিনি স্পষ্টই জানিয়েদেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মিয়ামিতেই যাচ্ছি।‘ তাঁকে সই করাতে ঝাঁপিয়েছিল তাঁর পুরনো ক্লাব এফসি বার্সেলোনাও। তবে সেই ‘ডিল’ ফাইনাল হয়নি বলেই নাকি জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘মিয়ামিতেই যে যাচ্ছি এমনটা এখনই বলা যাবে না। বার্সেলোনার সঙ্গে কথা হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে ইউরোপ ছেড়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। বিশ্বকাপ জেতার পর আমি ঠিক করেছি, পরিবারকে অনেক বেশি সময় দেব।‘
তবে শুধুই কী পরিবারকে সময় দেওয়ার জন্য মেসি আমেরিকার ক্লাব বেছে নিলেন? সূত্রের খবর, শুধু টাকা নয়, আমেরিকার ক্লাবে গেলে মেসি আরও অনেক সুবিধা পাবেন। ইন্টার মিয়ামিতে যোগ দিলে অ্যাপলের সঙ্গে মুনাফা ভাগাভাগি করার সুযোগ থাকবে মেসির। সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশও দিয়ে দেওয়া হবে লিওনেল মেসিকে। এমনকি অবসর নেওয়ার পর নাকি এমএলএসের একটি ক্লাবের মালিকানাও পেতে পারেন তিনি।
কিছুটা গোপনীয়তা রেখেই বাজিমাত করে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। ইন্টার মিয়ামি ক্লাবের অন্যতম মালিক তিনি। তবে তাঁর উদ্দেশ্যে যে মেসিকে নিয়ে যাওয়া ছিল, তা একবারের জন্যও বুঝতে পারেননি কেউই। গত বছরেই বিশ্বকাপের সময় আর্জেন্টিনা শিবিরে মেসির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বেকহ্যামকে। তখনও কেউই আন্দাজ করতে পারেননি মেসি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে চলেছেন।
দীর্ঘদিন ইউরোপে সুনামের সঙ্গে খেলার পর সৌদি আরবের লিগে খেলতে দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমার মতো তারকাদের। আর এবার মেসিকে দেখা যাবে মেজর লিগ সকারে। এখনও অবধি তেমনটাই জানা যাচ্ছে। যদিও রোনাল্ডোর আল নাসেরের প্রতিপক্ষ আল হিলাল মরিয়া ছিল মেসিকে সই করাতে। তবে সেই চুক্তিতেও রাজি হননি মেসি। গতকাল থেকেই শোনা যাচ্ছিল মেজর লিগের এই ক্লাবের নাম। আর এবার মেসি নিজেই জানালেন তাঁর ইচ্ছের কথা।