অবশেষে আইপিএল-এ (IPL 2023) খেলার স্বপ্নপূরণ হল লিটন দাসের (Litton Das)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে অভিষেক হল বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারের। কলকাতার (Kolkata Knight Riders) দলে থাকলেও এতদিন সুযোগ পাননি লিটন। তবে এবার পেলেন। অনেকের মনেই প্রশ্ন জাগছিল, কবে খেলতে নামবেন লিটন? টসের সময় দলে চার পরিবর্তনের কথা জানিয়েওছিলেন ক্যাপ্টেন নীতিশ রানা (Nitish Rana)। যদিও কারা দলের বাইরে গেলেন, তাঁদের পরিবর্তে কারা এলেন তা বলতে পারেননি কেকেআর ক্যাপ্টেন।
পরে দেখা যায় উইকেটকিপার ব্যাটার রহমদুল্লাহ গুরবাজের জায়গায় দলে এলেন লিটন। দলে এসেছেন জেসন রয়ও। দুই জনেই ওপেনার হিসেবে ইনিংস শুরু করেন। এর আগে কোনোদিন আইপিএল-এ খেলেননি লিটন। লিটনের পাশাপাশি কেকেআর দলে ছিলেন শাকিব আল হাসানও। যদিও পারবারিক কারণে বাংলাদেশ থেকে ভারতে আসেননি তিনি। তাঁর জায়গাতেই জেসন রয়কে দলে নেয় কলকাতা। কলকাতায় চলে এসেছেন সপ্তাহদুয়েক আগে। কিন্তু দলের কম্বিনেশনের কারণে এত দিন পর্যন্ত সুযোগ পাচ্ছিলেন না। ওপেনিংয়ে রহমানুল্লা গুরবাজের একটানা ব্যর্থতা আচমকাই লিটনের সামনে খুলে দিল আইপিএল খেলার দরজা।
লিটন আইপিএল খেলার জন্যে মুখিয়ে ছিলেন। অল্প দিন খেলতে পারবেন জেনেও বুকে অনেক আশা নিয়ে চলে এসেছিলেন কলকাতায়। সেই স্বপ্ন অবশেষে পূরণ হল তাঁর। যদিও প্রথম ম্যাচে খেলতে নেমে হতাশ করলেন বাংলাদেশের ব্যাটার। মাত্র ৪ বলে বাংলার ক্রিকেটার মুকেশ কুমারের বলে আউট হন লিটন।
দিল্লি ক্যাপিটালস দল:
প্লেয়িং ইলেভেন: ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), ফিলিপ সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, কুলদীপ যাদব, অ্যানরিচ নর্টজে, ইশান্ত শর্মা, মুকেশ কুমার
কেকেআর দল
কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস, জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা, রিংকু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, কুলবন্ত খেজরোলিয়া।
পাঁচ সাব: অনুকূল, বৈভব, ওয়েইস, সুয়শ এবং জগদীসান।