Advertisement

ICC Ranking: বিরাটকে পেছনে ফেললেন বাংলাদেশের লিটন, এগোলেন শ্রেয়াসও

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে গেলেন লিটন দাস (Litton Das)। সদ্য সয়াপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি বিরাট। ফলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ (ICC Test Ranking) পিছয়ে পড়লেন কিং কোহলি। তাঁর জায়গা দখল হরলেন লিটন। বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলায় বেশ কিছুটা ওপরের দিকে উঠে এলেন শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer)।

বিরাট কোহলি ও লিটন দাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2022,
  • अपडेटेड 7:03 PM IST
  • ১৪ নম্বরে বিরাট
  • বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি বিরাট

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে গেলেন লিটন দাস (Litton Das)। সদ্য সয়াপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি বিরাট। ফলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ (ICC Test Ranking) পিছয়ে পড়লেন কিং কোহলি। তাঁর জায়গা দখল হরলেন লিটন। বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলায় বেশ কিছুটা ওপরের দিকে উঠে এলেন শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer)।

১৪ নম্বরে বিরাট
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ১২ নম্বরে ছিলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে দুই ম্যাচে মাত্র ৪৫ রান করেছেন বিরাট। ফলে টেস্ট র‍্যাঙ্কিং-এ পিছিয়ে পড়েছেন তিনি। দুই ধাপ নেমে ১৪ নম্বর জায়গায় এসে গিয়েছেন বিরাট। কোহলির পয়েন্ট ৬৭৬। আর এখন লিটনের পয়েন্ট ৭০২। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করেছেন লিটন।

আরও পড়ুন: ফর্মে থাকা পন্তকে বাদ দিল টিম ইন্ডিয়া, চোট নাকি অন্য কারণ?

টি২০ বিশ্বকাপ ও পরে একদিনের ক্রিকেটে ফর্ম ফেরত পেলেও লাল বলের ক্রিকেটে এখনও ছন্দ খুঁজে পাননি বিরাট। ২০২২ সালে ৬টি টেস্টে মোট ২৬৫ রান করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে রান করতে না পারায় পিছিয়ে পড়ছেন তিনি।    

কেকেআর-এ লিটন
কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে আইপিএল-এর (IPL 2023) নিলাম। সেখানে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসকে দলে নিয়েছে। নিলামের শুরুতে না নিলেও পরে বাংলাদেশের এই ক্রিকেটারকে দলে নেয় তারা। 

আরও পড়ুন: চিরতরে অধিনায়কত্ব খোয়ালেন রোহিত? রইল ১৩ মাসের রেকর্ড

ওপরে উঠে এসেছেন কেকেআর অধিনায়ক
দারুণ ফর্মে রয়েছেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টে ২০২ রান করেছেন কেকেআর অধিনায়ক। দ্বিতীয় টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৬৬৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর স্থানে উঠে এসেছেন শ্রেয়াস। ব্যাটারদের তালিকায় ১০ ধাপ ওপরে উঠে এসেছেন কলকাতার দলনায়ক। টেস্টে ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন মার্নাস লাবুশেন। ৯৩৬ পয়েন্ট পেয়েছেন তিনি। দুই নম্বরে পাকিস্তান অধিনায়ক বাবার আজম। ৮৭৫ পয়েন্ট রয়েছে তাঁর। তিন নম্বরে স্টিভ স্মিথ। চার নম্বরে ট্রাভিস হেড। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে না পারলেও নয় নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ছয় নম্বরে ঋষভ পন্ত। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement