Advertisement

Los Angels Knight Riders: মুম্বইয়ের বিরুদ্ধে ৫০ রানেই অলআউট নাইটরা, লজ্জার হার শাহরুখের দলের

মেজর ক্রিকেট লিগে (Major League Cricket) ফের হারল নাইট রাইডার্স (Knight Riders)। তবে সোমবারের ম্যাচে লজ্জায় পড়তে হল শাহরুখ খানের (Shah Rukh Khan) দলকে। কায়রন পোলার্ডের মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাত্র ৫০ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলল নাইটরা। প্রথমে ব্যাট করে, ২০ ওভারে ১৫৫ রান করে মুম্বই। ফলে ১০৫ রানে হারতে হল নাইটদের।

মুম্বই ক্রিকেটারদের উচ্ছ্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2023,
  • अपडेटेड 6:49 PM IST

মেজর ক্রিকেট লিগে (Major League Cricket) ফের হারল নাইট রাইডার্স (Knight Riders)। তবে সোমবারের ম্যাচে লজ্জায় পড়তে হল শাহরুখ খানের (Shah Rukh Khan) দলকে। কায়রন পোলার্ডের মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাত্র ৫০ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলল নাইটরা। প্রথমে ব্যাট করে, ২০ ওভারে ১৫৫ রান করে মুম্বই। ফলে ১০৫ রানে হারতে হল নাইটদের।


মাত্র একজন ব্যাটার ছাড়া নাইটদের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতেই পারেননি। একমাত্র ওপেনার উন্মুক্ত চাঁদ ২৬ রান করেন। এরপর আর কেউই সফল হতে পারেননি। মার্টিন গাপটিল ০ রান করেন। রাইলি রুসো ২ রান করে আউট হন। আন্দ্রে রাসেল মাত্র ২ রান করে আউট হন। এছাড়াও মোট চার জন ব্যাটার শূন্য রানেই আউট হয়ে যান। মুম্বইয়ের দুই পেসার কাগিসো রাবাডা ও ট্রেন্ট বোল্ট নাইটদের শুরুটা বেশ ভাল করেছিলেন। তাঁরা দুই জনই দু’টি করে উইকেট তুলে নেন। নসথুশ কেঞ্জিগে, এহসান আদিল ও অধিনায়ক পোলার্ডও দু’টি করে উইকেট নেন। ১৩.৫ ওভারে মাত্র ৫০ রান অল আউট হয়ে যায় নাইট রাইডার্স।


টসে জিতে এদিন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পোলার্ড। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব সামলালেও আমেরিকার লিগে ক্যাপ্টেন্সি করছেন ক্যারেবিয়ান তারকা। শুরুটা যদিও ভালো হয়নি মুম্বই-এরও। প্রথম চার উইকেট দ্রুত খোয়ায় মুম্বই। এরপর তাদের ইনিংস সামলান নিকোলাস পুরান ও টিম ডেভিড। পুরান ৩৮ রান করে আউট হন। ৪৮ রান করেন টিম ডেভিড। 


তবে মুম্বই-এর রান ১৫০ পেরতে সাহায্য করেন নাইট বোলাররাও। তাঁরা ২৩ রান এক্সট্রা রান দেন। তা না হলে এত রান করতে পারত না মুম্বই। নাইটদের হয়ে তারকা বোলার সুনীল নারিন একটাও উইকেট পাননি। ক্যাপ্টেন ৪ ওভার বল করে ১৫ রান দেন। তবে আলি খান, কোর্নে ড্রাই ও অ্যাডাম জাম্পা দু’টি করে এবং লকি ফার্গুসন একটি উইকেট নেন।

Advertisement


আইপিএল-এ এই মরশুমে প্লে অফে যেতে পারেনি কেকেআর। তবে মেজর লিগ ক্রিকেটেও সবার শেষে নাইটরা। শাহরুখ খানের দলের নেট রান রেট -৪.৩৫০।   
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement