আইপিএলের নিলাম শুরু হওয়ার অনেকদিন আগেই চেন্নাইয়ে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। বিমানবন্দরে তাঁর পৌঁছে যাওয়ার ছবি পোস্ট করেছে ধোনির দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এই মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই দলের রণকৌশল ঠিক করতে চেন্নাইয়ের পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালের প্রথম আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংস দলে রয়েছেন ধোনি। মাঝে দুটো বছর তাঁর প্রিয় দল চেন্নাই সুপার কিংস আইপিএল (IPL) থেকে নির্বাসিত থাকায় তিনি রাইজিং পুনে সুপার জায়েন্টসের হয়ে খেলেছিলেন। এ ছাড়া সবসময়ই চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার আইপিএলে যোগ দিয়েছে আরো দুটি দল। ফলে ক্রিকেটারদের নিয়ে নিলামে দর কষাকষি আরও বাড়বে। সেই কারণে আগে থেকে নিজেদের রণকৌশল ঠিক করতে আসরে নেমে পড়লেন চেন্নাই-এর 'থালা'।
চেন্নাই সুপার কিংস শিবিরের দাবি, মহেন্দ্র সিং ধোনি এবার নিলামে উপস্থিত থাকতে পারেন। তাঁর নেতৃত্বে চারবার আইপিএল ট্রফি জিতেছে দল। তাই এবার নিলামের মঞ্চে তিনি থাকলে আলাদা সুবিধা পেতে পারে চেন্নাইয়ের দলটি। বিসিসিআই (BCCI) সূত্রের খবর, শুধু ধোনি নন, এছাড়াও বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এবার নিলামে যোগ দিতে পারেন। সে ক্ষেত্রে ধোনির সঙ্গে তাদের লড়াই বেশ জমে উঠতে পারে।
আরও পড়ুন: হিটম্যানের সঙ্গী গব্বর, কারা থাকলেন, কারা গেলেন?
আরও পড়ুন: রোহিতের অধীনে প্রথমবার নামছেন কোহলি, বদলাবে ভারতের ভাগ্য?
এ বছর চার ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই। ধোনি ছাড়াও চেন্নাই সুপার কিংস তাদের দলে রেখে দিয়েছে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং মঈন আলিকে (Moeen Ali)। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ১৬ কোটি টাকা দিয়ে দলে রেখেছে চেন্নাই সুপার কিংস। ধোনি নিজে পেয়েছেন ১২ কোটি টাকা। ইংল্যান্ডের আর এক অলরাউন্ডার মঈন আলি পেয়েছেন আট কোটি টাকা। ঋতুরাজ পেয়েছেন ছয় কোটি টাকা। শোনা যাচ্ছে, এবার আইপিএলে অধিনায়কত্ব জাদেজার হাতেই ছাড়তে পারেন মহেন্দ্র সিং ধোনি।