Advertisement

MS Dhoni Smoking Hookah: হুঁকোয় টান দিচ্ছেন ধোনি? বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের ভিডিও ভাইরাল

এক অনুষ্ঠানে হুঁকোতে টান দিতে দেখা গেল ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। এর জেরেই শুরু হয়েছে বিতর্ক। তবে ক্রিকেটারদের ধুমপান করার ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার শ্যেন ওয়ার্নকে বারবারই ধূমপান করতে দেখা গিয়েছে।

মহেন্দ্র সিং ধোনি
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 07 Jan 2024,
  • अपडेटेड 7:46 PM IST
  • হুঁকোয় টান ধোনির
  • ভাইরাল ভিডিও

এক অনুষ্ঠানে হুঁকোতে টান দিতে দেখা গেল ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। এর জেরেই শুরু হয়েছে বিতর্ক। তবে ক্রিকেটারদের ধুমপান করার ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার শ্যেন ওয়ার্নকে বারবারই ধূমপান করতে দেখা গিয়েছে।

তবে ধোনিকে এর আগে ধূমপান করতে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জর্জ বেইলি এক বার বলেছিলেন ধোনি মাঝেমাঝে হুঁকোয় টান দিতে পছন্দ করেন। ধোনির সতীর্থ হিসেবে রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল-এ খেলেছিলেন বেইলি। ধোনিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বেইলি এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'ধোনি মাঝেমধ্যে ধূমপান করে। হুঁকো ওর খুব পছন্দ। নিজের ঘরে মাঝেমাঝে হুঁকোয় টান দেয়। বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টাও করে না।' তবে ধোনি নিয়মিত ধূমপান করেন না বলে জানিয়েছিলেন বেইলি।

ধোনি, ক্রিকেট মাঠে তার শান্ত আচরণ এবং কৌশলগত দক্ষতার জন্যই পরিচিত। প্রায়শই তাঁর ফিটনেস এবং সুশৃঙ্খল জীবনযাপনের জন্য প্রায় সকলের আইডল। এইভাবে, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় অনেক ভক্ত এবং অনুগামীদের যে ধাক্কা লেগেছে তা বোঝাই যাচ্ছে তাদের প্রতিক্রিয়া দেখে।

যদিও ধোনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কিছু শেয়ার করেন না। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে চেন্নাইয়ের অধিনায়ককে হুঁকোয় টান দিতে দেখা গিয়েছে। ধোনির ধূমপানের ভিডিও প্রকাশ্যে আসতে ক্রিকেটপ্রেমীদের একাংশ সমালোচনা করেছেন। তাঁদের মতে, ধোনি অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ। তাঁকে তারা অনুসরণ করে। ধোনিকে দেখে অনেকে ক্রিকেট খেলতেও শুরু করেছে। দেশের যুবসমাজে ধোনির যথেষ্ট প্রভাব রয়েছে। তাঁর ধূমপানের ভিডিয়ো ভুল বার্তা দেবে ভক্ত, অনুগামীদের। কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যদিও অনেকে ধোনির হুঁকোয় টান দেওয়ায় অন্যায় দেখছেন না। তাঁদের বক্তব্য, মাঝে মধ্যে শখ করে অনেকেই হুঁকোয় টান দেন। ধোনি নিয়মিত ধূমপান করেন না। একটি অনুষ্ঠানে গিয়ে হুঁকোয় দু’একটা টান দিতেই পারেন তিনি। ধোনি কী করবেন, কী খাবেন— এ সব কিছুই তাঁর ব্যক্তি স্বাধীনতা। 

Advertisement

এবারেই হয়ত শেষবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল-এ খেলতে নামবেন ধোনি। গত মরসুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। আর এবারই হয়ত বুটজোড়া তুলে রাখবেন ধোনি। তার মাঝেই এই ধূমপান বিতর্ক।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement