বড় পদক্ষেপ নিল বেঙ্গালুরুর একটি অ্যানালিটিক্স সংস্থা ‘স্টেপ আউট।’ তাঁদের হাত ধরে দেশের ফুটবল প্রতিভাদের তুলে আনতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ এডুকেটর পল নিয়ারিকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে।
ইংল্যান্ডের ফুটবল সংস্থারও কোচ এডুকেটর হিসাবে কাজ করেছেন তিনি। পল ভারতীয় ফুটবলে যুক্তে হওয়ায় এ বার ভারতীয় কোচেরাও তাঁর থেকে অনেক পরামর্শ পাবেন। প্রো-ইন্ডিয়া চ্যাম্পিয়ন ডেসডে কাসা এফসি-র ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন পল। এই প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফুটবলারদের দক্ষতার বিশ্লেষণ করা হবে। কী ভাবে ফুটবলারদের মান আরও ভাল করা যায় সেই চেষ্টা করা হবে। পলকে এই কাজে সাহায্য করবেন বেঙ্গালুরুর একটি অ্যানালিটিক্স সংস্থা ‘স্টেপ আউট।’
এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী বলেন, ’শুধু ফুটবলার তুলে আনলেই হবে না, তাদের আরও ভাল ফুটবলার করে তোলার মতো পরিকাঠামো দরকার। ধাপে ধাপে উন্নতি করতে হবে। সেই কারণেই পলের মতো অভিজ্ঞ লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুটবলার তুলে আনা, পরিকাঠামোর উন্নয়ন ও কোচেদের পরামর্শ দেওয়া, সব কাজই করতে হবে পলকে।’
এর সঙ্গে যুক্ত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। এখানে দেখান হবে নানা ধরনের ফুটবল ম্যাচ দেখা যাবে এখানে। এই প্লাটফর্মে গোয়া ফুটবল লিগ, ডেভিস কাপের মতো প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার হয়। ভারতের আরও বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতা সম্প্রচারের বিষয়ে আলোচনা চলছে।