৫৮ বছর বয়সে ফের বক্সিং রিং-এ ফিরছেন মাইক টাইসন (Mike Tyson)। প্রতিপক্ষ ২৭ বছর বয়সী জেক পল (Jake Paul)। আর সেই ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার। তবে এবারই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষের কানে কামড় দিয়েছিলেন টাইসন। তবে এবার তা করেননি তিনি। শুধু চড় মেরেই খান্ত থেকেছেন টাইসন।
কেন মারলেন টাইসন
শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোরে এই লড়াই হওয়ার কথা। নেটফ্লিক্সে দেখানো হবে এই ম্যাচ। তার আগে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ঘটে এই ঘটনা। এক মহিলা সাংবাদিক টাইসনকে জিজ্ঞাসা করেন, 'তিনি হেরে গেলে কী হবে?' এই প্রশ্ন করতেই সাংবাদিকের দিকে কটমট করে তাকান ৫৮ বছরের বক্সার। তার পরেই হঠাৎ পলকে চড় মেরে বসেন টাইসন। তার পরেই তিনি উত্তরে বলেন, 'কথা শেষ।' চড় খাওয়ার পরেও দমেননি পল। টাইসনকে তাতাএ থাকেন তিনি। তবে মঞ্চে থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলায় আর বিপত্তি হয়নি।
আগেও বিতর্ক হয়েছে টাইসনকে নিয়ে
১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়। রিংয়ে আক্রমণাত্মক খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বার বার বিতর্কে জড়িয়েছেন টাইসন।
ধর্ষণের অভিযোগ ছিল টাইসনের বিরুদ্ধে
১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছরের জেল হয়েছিল টাইসনের। জেল থেকে ফিরে আবার বক্সিং শুরু করেন টাইসন। ২০০৫ সালে অবসর নিয়েছিলেন তিনি। তবে বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি। ২০২২ সালে বিমানের মধ্যে এক সহযাত্রীকে মেরেছিলেন। সেই বিমানে থাকা অন্য যাত্রীরা জানিয়েছিলেন, ওই সহযাত্রী মত্ত অবস্থায় ছিলেন। তিনি বার বার টাইসনকে কটাক্ষ করছিলেন। পিছন থেকে বার বার টাইসনকে উত্ত্যক্ত করছিলেন। জলও ছুড়েছিলেন। তাতেই রেগে গিয়ে টাইসন ওই সহযাত্রীকে মারেন। এ বার তালিকায় এ বার যুক্ত হল প্রতিপক্ষকে চড় মারাও।