Advertisement

Mohammed Shami: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরতে মরিয়া শামি, রোহিতদের হারের পর বেঙ্গালুরুতেই অনুশীলন

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে মহম্মদ শামি। নিউজিল্যান্ড সিরিজের পর বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে টিম ইন্ডিয়া উড়ে যাবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও শামিকে পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিল। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার সময় রোহিত শর্মা বলেছিলেন, ফিট না হলে শামিকে নেওয়া হবে না। এখন প্রশ্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে পুরো ফিট হতে পারবেন তারকা পেসার? রবিবার বেঙ্গালুরুর নেটে যদিও তেমন ইঙ্গিত পাওয়া গেল।

মহম্মদ শামি
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 20 Oct 2024,
  • अपडेटेड 6:43 PM IST

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে মহম্মদ শামি। নিউজিল্যান্ড সিরিজের পর বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে টিম ইন্ডিয়া উড়ে যাবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও শামিকে পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিল। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার সময় রোহিত শর্মা বলেছিলেন, ফিট না হলে শামিকে নেওয়া হবে না। এখন প্রশ্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে পুরো ফিট হতে পারবেন তারকা পেসার? রবিবার বেঙ্গালুরুর নেটে যদিও তেমন ইঙ্গিত পাওয়া গেল।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কোচিং স্টাফ অভিষেক নায়ারকে বল করছেন শামি। তখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ভারত হেরে গিয়েছে আট উইকেটে। রোহিতরা পরে হলেও হয়ত বুঝতে পেরেছেন দুই নয় তিন পেসার খেলান উচিত ছিল তাদের। সেই কারণেই কি শামিকে দেখে নেওয়া? ভিডিও দেখে অনেকটাই সুস্থ বলে মনে হচ্ছে শামিকে। পায়ে স্ট্র্যাপ থাকলেও পুরো কোমর ঝুঁকিয়ে বল করছেন তারকা পেসার। যা তাঁর দলে ফেরত আসার ইঙ্গিতই দিচ্ছে। তবে কবে ফেরত আসবেন তিনি তা এখনই বলা যাচ্ছে না।

শামিকে দলে নেওয়া হবে কিনা তা টিম ম্যানেজমেন্ট ঠিক করবেন। তবে তাদেরকে বার্তা দিতেই কি অনুশীলনে নেমে পড়লেন শামি? তাও আবার বেঙ্গালুরুতেই। ১৮ ম্যাচ পর ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচ হারের ধাক্কা কাটাতে রোহিতরা যখন রণকৌশল ঠিক করছেন তখন সেই শহরেই ফিরে আসার লড়াইয়ে মগ্ন আরও এক তারকা। চোট ফাস্ট বোলারদের জীবনে মারাত্মক হতে পারে। সেটা সকলেই জানেন। আর তাই ফিরে আসার লড়াইটাও বেশ কঠিন। ২০২৩ বিশ্বকাপে চোট নিয়েও শামি যেভাবে খেলেছিলেন তাতে ফিট হলে তাঁকে বাদ দিয়ে দল গড়া বেশ মুশকিল হবে টিম ইন্ডিয়ার পক্ষে বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে। 

Advertisement

শামি নিজেও জানিয়েছেন তিনি ফিট হয়েই ফিরতে চান মাঠে। সিএবি-র অনুষ্ঠানে এসে স্পষ্ট করেছেন নিজের ভবিষ্যত। জানিয়েছেন, ফের বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও খেলতে পারেন তিনি। দীঘদিন রঞ্জি ট্রফি না জেতা বাংলাকে সাহায্য করার পাশাপাশি ভারতীয় দলেও নিজের জায়গা পাকা করার চেষ্টাই চালাচ্ছেন ফাস্ট বোলার।            
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement