Advertisement

Mohammed Shami Hasin Jahan: দেশে অভিন্ন বিবাহবিচ্ছেদ আইন চালু হোক, সুপ্রিম কোর্টে আবেদন হাসিনের

নতুন করে বিবাহ বিচ্ছেদ মামলায় নতুন আবেদন করলেন হাসিন জাহান (Hasin Jahan)। মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে ডিভোর্সের (Mohammed Shami hasin Jahan Divorce Case) মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালতে। তবে হাসিনের আবেদন, বিবাহ বিচ্ছেদের নিয়ম একটাই হোক ৷ এমনটাই আর্জি জানিয়েছেন হাসিনের আইনজীবী৷ 

মহম্মদ শামি ও হাসিন জাহান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2023,
  • अपडेटेड 4:43 PM IST
  • সুপ্রিম কোর্টে আবেদন হাসিনের
  • শামির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাঁর

নতুন করে বিবাহ বিচ্ছেদ মামলায় নতুন আবেদন করলেন হাসিন জাহান (Hasin Jahan)। মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে ডিভোর্সের (Mohammed Shami hasin Jahan Divorce Case) মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালতে। তবে হাসিনের আবেদন, বিবাহ বিচ্ছেদের নিয়ম একটাই হোক ৷ এমনটাই আর্জি জানিয়েছেন হাসিনের আইনজীবী৷ 

কী রয়েছে সেই আবেদনে?
হাসিনের দাবি, একতরফা তালাকের নোটিশ দেওয়া হয়েছে মহম্মদ শামির পক্ষ থেকে। গত বছরের জুলাই মাসে এই নোটিশ দেওয়া হয়েছে। এ রকম নোটিশ এর আগে এ রকম একতরফা তালাকের নোটিস হাসিনের মতো আরও অনেকেই পেয়েছেন বলে জানান তিনি ৷ যার ঘোর বিরোধিতা করেছেন হাসিন ৷ এই ধরনের একতরফা তালাকের বিষয়টি অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ বলেই মনে করেন হাসিন জাহান৷ হাসিন bangle.aajtak.in-কে জানিয়েছেন, ‘আইন নিয়ে ছিনিমিনি খেলছে শামি। আপনারা দেখছেন গোটা বিষয়টা।‘ 
হাসিন আরও বলেন, ‘এখন তালাক দেওয়া যায় না। সেই আইন আর নেই। তা সত্ত্বেও কীভাবে শামি এমন নোটিশ আমাকে পাঠালো? সেই জন্যই আমি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছি। এভাবে একতরফা ডিভোর্স হয় না। আর তাতে শুধু আমার নয়, অন্য অনেক মেয়েদের ক্ষেত্রেও এমনটা হয়েছে। সেই জন্যই আমার এমন আবেদন।’

আরও পড়ুন:  'আমি এর শেষ দেখে ছাড়ব...' ফের মামলা দায়ের করে শামিকে হুঁশিয়ারি হাসিনের

সমস্যায় পড়ছেন অন্য মহিলারাও
তালাক-ই হাসানার মতো বিবাহ বিচ্ছেদের নিয়ে নিয়েও বারেবারে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। এই প্রথাটির অপব্যবহার অনেকেই করে থাকেন। এমনটাই দাবি হাসিনের। তাঁর দাবি, এমন নোটিশের ক্ষেত্রে এক্ষেত্রে স্ত্রীর তেমন কিছু করার থাকে না ৷ যা একেবারেই ঠিক নয় বলে দাবি হাসিনের৷

আরও পড়ুন: 'যৌন কর্মীদের সঙ্গে রাত কাটাতেন শামি', সুপ্রিম কোর্টে হাসিন
দীর্ঘদিন ধরেই বিবাহবিচ্ছেদ মামলা চলছে শামি ও হাসিন জাহানের। সেই মামলায় কিছুদিন আগেই রায় দিয়েছিল আলিপুর আদালত। সেই রায়তে খোরপোশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল শামিকে। কিন্তু হাসিন মনে করেছিলেন, তাঁর আরও বেশি খোরপোশ পাওয়ার কথা। সেই জন্যই দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন হাসিন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement