Advertisement

Mohammedan Sporting Transfer Update: মোহনবাগানের তারকা স্ট্রাইকারকে সই করাচ্ছে মহামেডান? ময়দানে জোর গুঞ্জন

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Ginat) দলে থাকলেও সেভাবে খেলার সুযোগ পাননি। এবার মহামেডান স্পোর্টিং-এ (Mohammedan Sporting) যোগ দিতে পারেন ফরদিন আলি মোল্লা। এমনটাই সূত্রের খবর। গতকয়েক সিজন ধরেই অনবদ্য ফুটবল খেলে আসছেন ফরদিন আলি মোল্লা (Fardin Ali Molla)। রিলায়েন্স আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ থেকে শুরু হয় তাঁর পেশাদার ফুটবল জীবন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগেও অনবদ্য পারফরম্যান্স করেছেন এই বাঙালি ফুটবলারের। 

মহামেডান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2024,
  • अपडेटेड 12:12 PM IST

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Ginat) দলে থাকলেও সেভাবে খেলার সুযোগ পাননি। এবার মহামেডান স্পোর্টিং-এ (Mohammedan Sporting) যোগ দিতে পারেন ফরদিন আলি মোল্লা। এমনটাই সূত্রের খবর। গতকয়েক সিজন ধরেই অনবদ্য ফুটবল খেলে আসছেন ফরদিন আলি মোল্লা (Fardin Ali Molla)। রিলায়েন্স আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ থেকে শুরু হয় তাঁর পেশাদার ফুটবল জীবন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগেও অনবদ্য পারফরম্যান্স করেছেন এই বাঙালি ফুটবলারের। 

যখনই সুযোগ পেয়েছেন সবুজ-মেরুন জার্সিতে নিজের জাত চিনিয়েছেন এই তরুন তারকা। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা ছিল ফরদিনের। তবে পরবর্তীতে দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়। প্লেইং টাইমও পাচ্ছিলেন না তিনি। তবে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি আইএসএল অন্যতম শক্তিশালী ফুটবল দল চেন্নাইন এফসির (Chennaiyin FC) তরফ থেকে প্রস্তাব এসেছে তাঁর কাছে। আইএসএল (ISL) জয়ী এই দলের প্রস্তাব থাকলেও নাকি কলকাতা ময়দানের আরেক প্রধানে যোগ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ময়দানের এই দাপুটে ফুটবলার।

যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু। মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। তবে এই তরুণ ফুটবলারের অংশগ্রহণ নিঃসন্দেহে শক্তিশালী করে তুলবে মহামেডান দলকে। এই মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সুবাদে নতুন মরশুমে‌ আইএসএল খেলবে ব্ল্যাক প্যান্থার্সরা। সেজন্য, অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান। আইএসএলের পাশাপাশি বিদেশ থেকে একাধিক ফুটবলারদের সাইন করানোর ক্ষেত্রে এগিয়ে রয়েছে এই ফুটবল দল। এই পরিস্থিতিতে ফরদিনকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করাই লক্ষ্য মহামেডানের।  

এই মরসুমে মহামেডান চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে না নামলেও, শক্তিশালী দল গড়ে প্রতিপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ খাড়া করতে চায় সাদা-কালো ব্রিগেড। শোনা যাচ্ছে আর্জেন্টিনা থেকে আরও এক শক্তিশালি স্ট্রাইকারকে সই করাতে চাইছে মহামেডন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement