Advertisement

Mohammedan Sporting Transfer Update: ডেভিড হাতছাড়া, নয়া 'গোলমেশিন'কে অফার, কাকে সই করাচ্ছে মহামেডান?

মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) আইএসএল-এর (ISL 2025) দলগঠন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ডেভিড লালরানসাঙ্গা (David Lalhlansana) প্রি কন্ট্র্যাক্ট সই করে দেওয়ায় বিকল্প ফুটবলারের খোঁজে সাদা-কালো শিবির। bangla.aajtak.in-এর এক্সক্লুসিভ সাক্ষাতকারে এই কথাই জানিয়েছিলেন মহামেডানের ইনভেস্টর বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক কুমার সিং (Dipak Kumar Singh)। তাঁর দাবি ছিল তাঁরা ডেভিডের মতোই আরও একজন ফুটবলারের খোঁজ পেয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে, এবারের আই লিগের সর্বোচ্চ গোলদাতা (১৫ গোল) মিজোরামের সেন্টার ফরোয়ার্ড লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে প্রস্তাব দিয়েছে মহামেডান। 

মহামেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2024,
  • अपडेटेड 10:50 AM IST
  • ডেভিডের জায়গায় আরও এক স্ট্রাইকারকে সই করাচ্ছে মহামেডানের
  • ইস্টবেঙ্গলেই সই করছেন ডেভিড

মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) আইএসএল-এর (ISL 2025) দলগঠন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ডেভিড লালরানসাঙ্গা (David Lalhlansana) প্রি কন্ট্র্যাক্ট সই করে দেওয়ায় বিকল্প ফুটবলারের খোঁজে সাদা-কালো শিবির। bangla.aajtak.in-এর এক্সক্লুসিভ সাক্ষাতকারে এই কথাই জানিয়েছিলেন মহামেডানের ইনভেস্টর বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক কুমার সিং (Dipak Kumar Singh)। তাঁর দাবি ছিল তাঁরা ডেভিডের মতোই আরও একজন ফুটবলারের খোঁজ পেয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে, এবারের আই লিগের সর্বোচ্চ গোলদাতা (১৫ গোল) মিজোরামের সেন্টার ফরোয়ার্ড লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে প্রস্তাব দিয়েছে মহামেডান। 

লালবিয়াকনিয়াকে নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে দাবি সূত্রের। সব ঠিক থাকলে তাঁকেই সই করাবে মহামেডান স্পোর্টিং ক্লাব। কোচ আন্দ্রে চেরনিশভ কর্তাদের জানিয়েছেন, আইএসএলের জন্য তিরিশ বছরের বেশি কোনও ফুটবলারকে নেওয়া হবে না। দেশি- বিদেশি তরুণ ফুটবলারদের নিয়েই আইএসএলের জন্য দল গড়া হবে।  

লিগ জয়ী মহামেডানের অন্যতম সেরা ফুটবলার ডেভিড লাললানসাঙ্গা মরসুম শেষের আগেই ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছেন। কিন্তু প্রি-কনট্রাক্টে সই করায় ডেভিডকে বুঝিয়ে তাঁর সিদ্ধান্ত বদলের চেষ্টা চালিয়ে গেলেও তা যে ফলপ্রসূ হবে না তা বুঝে গিয়েছেন মহামেডান কর্তারা। দীপক সিং বলেন, 'আমাদের কাছে ডেভিডের বিকল্প ফুটবলার রয়েছে। ও ইস্টবেঙ্গল যেতে চাইছে। আমাদের কাছে ওর মতোই ভাল ব্যাকআপ রেডি আছে।' ইনভেস্টর হয়ে আসার পর, তিন বছরের মধ্যে আই লিগ জেতার টার্গেট নিয়েছিলেন মহামেডান কর্তারা। দীপক সিংরাও সেই টার্গেটকে সামনে রেখেই এগিয়েছেন। এবার আইএসএল-এ এসে প্রথম বছরেই তাঁরা যে চ্যাম্পিয়ন হবেন এমন আশ্বাস দিচ্ছেন না। তবে আবারও কয়েক বছরের মধ্যেই দলটা তৈরি করে ভারতসেরা হওয়ার লড়াইয়ে নামতে চাইছেন সাদা-কালো কর্তারা। দীপক আরও জানিয়েছেন, 'আমরা ৩ থেকে ৪ বছরের মধ্যে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি।' 

Advertisement

পাশাপাশি দল আরও শক্তিশালি করতে লাতিন আমেরিকা থেকে স্ট্রাইকার আনার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন দীপক সিংরা।

      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement