এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) শোচনীয় ফর্ম নিয়ে হতাশ মোহনবাগানের (Mohun Bagan Club) এক্সিকিউটিভ কমিটি। এই অবস্থায় এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে চিঠি দিচ্ছেন সবুজ-মেরুন কর্তারা। বেশ কিছু জায়গায় খামতির নির্দিষ্ট অভিযোগ করেছেন তাঁরা। প্রয়োজনে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনাযতেও বসতে চান কর্তারা। মরশুম শুরুর আগে এটিকে মোহনবাগান দলকে ঘিরে লিগ শিল্ড (ISL League Shield) জেতার প্রত্যাশা থাকলেও, তা পূরণে ব্যর্থ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল। লিগ শিল্ড খেতাব জয় থেকে কার্যত ছিটকে গিয়েছে এটিকে মোহনবাগান। এই অবস্থায় ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে চাইলেন বাগানের কর্তারা।
মঙ্গলবারের কার্যকরী কমিটির বৈঠক শেষে বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'আমরা ম্যানেজমেন্টকে চিঠি দিচ্ছি। আমাদের কমিটিতে মানস ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন ফুটবলাররা দলের খেলায় একদমই খুশি নন। আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে, বেশ কিছু জায়গায় দলের খামতি রয়েছে। ওদের সঙ্গে বিরোধ নেই। আমাদের একটা দায়বদ্ধতা আছে। তাই দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে চাই।'
এটিকে মোহনবাগান ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আইএসএল (ISL) লিগ টেবিলের চার নম্বরে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। লিগ শিল্ডে জেতার আশা প্রায় শেষ হয়ে গিয়েছে মোহনবাগানের। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC।
মোহনবাগানের নামের আগে থেকে 'এটিকে' সরানোর ব্যাপারে একটা আলাদা কমিটি গঠন করেছিল মোহনবাগানের কার্যকরী কমিটি। বেশ কিছু মাস পেরিয়ে গেলেও, এখনও কোনও ফল পাওয়া যায়নি।
এ দিকে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে মোহনবাগানের ক্রীড়া লাইব্রেরির উদ্বোধন। বিশেষ এক সাহিত্যিকের হাত ধরে এই লাইব্রেরির উদ্বোধন হবে। ইতিমধ্যেই ১৫০-র উপর বই এসেছে। অনেক সংস্থাও এগিয়ে এসেছে। ২৪ মার্চ চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন হবে। ওই দিন মোহনবাগানের কার্যকরী কমিটির এক বছর পূর্ণ হবে। তাই সেই দিনটিকেই বেছে নিয়েছেন কর্তারা।