Advertisement

Mohun Bagan: 'মোহনবাগানের আবেগ বোঝেননি জুয়ানরা', দল নিয়ে বিস্ফোরক দেবাশিস

মোহনবাগানের (Mohun Bagan) আবেগ বুঝতে পারেনি দলের ফুটবলররা। এমনটাই মনে করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলের খেলায় যে তাঁরা খুশি নন, তা আরও একবার জানিয়ে দিলেন দেবাশিস। দীর্ঘ দুই দশক পর হকি লিগে অংশ নিল মোহনবাগান। সিইএসসি-র বিরুদ্ধে সেই ম্যাচে জিতলেও, সবুজ-মেরুন সচিবের মুখে  এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নিয়ে ক্ষোভ।

এটিকে মোহনবাগানএটিকে মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2023,
  • अपडेटेड 6:39 PM IST
  • এটিকে মোহনবাগানের খেলায় খুশি নয় ক্লাব
  • ক্লাবের আবেগ বুঝতে পারছেন না ফুটবলাররা

মোহনবাগানের (Mohun Bagan) আবেগ বুঝতে পারেনি দলের ফুটবলররা। এমনটাই মনে করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলের খেলায় যে তাঁরা খুশি নন, তা আরও একবার জানিয়ে দিলেন দেবাশিস। দীর্ঘ দুই দশক পর হকি লিগে অংশ নিল মোহনবাগান। সিইএসসি-র বিরুদ্ধে সেই ম্যাচে জিতলেও, সবুজ-মেরুন সচিবের মুখে  এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নিয়ে ক্ষোভ।

জুয়ান ফেরান্দরা মোহনবাগানের আবেগ বুঝতে পারেননি। এমনটাই মনে করেন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর। হকি ম্যাচের পর দেবাশিস বলেন, "কোচ যদি মোহনবাগানের আবেগ বুঝতে পারতেন তবে রোজ রোজ ক্লোজ ডোর প্র্যাকটিস হত না। আমরা ফুটবলার বা কোচদের বোঝাতে ভুল করেছি। একটা ব্যবধান তৈরী হয়ে গিয়েছে।" মোহনবাগান ক্লাব কোনও কর্পোরেট দলের সঙ্গে তুলনীয় নয়। স্পষ্ট জানিয়ে দিলেন দেবাশিস। তিনি বলেন, "মোহনবাগান ক্লাবের সঙ্গে কোনও কর্পোরেট ক্লাবের তুলনা চলে না। ওরা মোহনবাগান সমর্থকদের আবেগের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি। সেটা আমার মনে হয় বোঝা উচিত।"

আরও পড়ুন

হকি ম্যাচ ছিল সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা সিইএসসি-র বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই সুযোগ পেয়ে রিমুভ এটিকে স্লোগান শোনা যায় সমর্থকদের মধ্যে থেকে। ২-১ গোলে সেই ম্যাচ জেতার পর সেই স্লোগান আরও জোরদার হয়ে ওঠে। যদিও সমর্থকদের পাশেই থাকছেন মোহনবাগান সচিব। তিনি বলেন, "সমর্থকরা কষ্ট পাচ্ছেন। আমরাও পাচ্ছি। এটিকে নামটা সরে যাওয়া দরকার। তাছাড়া, ক্লাব নিয়ে ক্ষোভ-বিক্ষোভ সমর্থকরা কোথায় জানাবেন? কারো র বাড়ি গিয়ে না কি রাস্তায়? ক্লাবেই ক্ষোভ দেখবেন, কষ্টের কথা বলবেন এটাই স্বাভাবিক।"

ফুটবল দলের খেলা নিয়েও খুশি নয় মোহনবাগান ক্লাব। গত মঙ্গলবার এ নিয়ে এটিকে মোহনবাগান বোর্ড সদস্যদেরও চিঠি দিয়েছে ক্লাব। গত বুধবার বোর্ডের সভায় ফুটবল দল নিয়ে আলোচনাও হয়েছে বলে দাবি মোহনবাগান কর্তার। তিনি বলেন, "আমরা গত ৭ তারিখ চিঠি দিয়েছিলাম। ৮ তারিখ মিটিং-এ আমরা বিস্তারিত আলোচনাও করেছি।"

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement