Advertisement

Mohun Bagan Day: মোহনবাগানে আসছেন আর্জেন্টিনার তারকা দি'মারিয়া? জল্পনা তুঙ্গে

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য আবারও সুখবর। ২৯ জুলাই মোহনবাগান দিবসের (Mohun Bagan Day) দিন ক্লাবে আসতে পারেন অ্যাঞ্জেল দি মারিয়া (Angel Di Maria)। এমনটাই খবর সূত্রের। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০২২ ফিফা বিশ্বকাপ (World Cup 2022) জেতা তারকা এমিলিয়ানো মার্টিনেজকে (Emiliano Martinez) শহরে নিয়ে এসে আগেই চমক দিয়েছে সবুজ-মেরুন ক্লাব। এবার বিশ্বকাপ জেতা আরও এক তারকাকে নিয়ে আসতে চাইছে তারা। এ ব্যাপারে মূল উদ্যোগ নিয়েছেন শতদ্রু দত্ত। 

দি মারিয়া আসতে পারেন মোহনবাগানে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2024,
  • अपडेटेड 12:14 PM IST

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য আবারও সুখবর। ২৯ জুলাই মোহনবাগান দিবসের (Mohun Bagan Day) দিন ক্লাবে আসতে পারেন অ্যাঞ্জেল দি মারিয়া (Angel Di Maria)। এমনটাই খবর সূত্রের। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০২২ ফিফা বিশ্বকাপ (World Cup 2022) জেতা তারকা এমিলিয়ানো মার্টিনেজকে (Emiliano Martinez) শহরে নিয়ে এসে আগেই চমক দিয়েছে সবুজ-মেরুন ক্লাব। এবার বিশ্বকাপ জেতা আরও এক তারকাকে নিয়ে আসতে চাইছে তারা। এ ব্যাপারে মূল উদ্যোগ নিয়েছেন শতদ্রু দত্ত। 

শোনা গিয়েছিল, অলিম্পিক্সের দলে দি মারিয়া না থাকলে তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অলিম্পিক্সের দলে দি মারিয়ার থাকার সম্ভাবনা কম। কারণ তার আগে কপা আমেরিকা রয়েছে। দি মারিয়া কোপা আমেরিকা খেলবেন এমনটাই আশা করা হচ্ছে। ১৪ জুলাই কোপা আমেরিকা ফাইনাল। এরপর শুরু হবে অলিম্পিক্স। ফলে পরপর বড় টুর্নামেন্টে তাঁকে খেলানোর ঝুঁকি নেবে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। পাশাপাশি এও শোনা যাচ্ছে, কোপা আমেরিকা খেলার পরেই, অবসর নিয়ে নিতে পারেন দি মারিয়া।  

সেই কারণেই বিশ্বকাপজয়ী ফুটবলারের মোহনবাগানে আসার সম্ভাবনা আরও উজ্জ্বল হল তা বলাই যায়। এর আগেও তাঁকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা হয়েছিল। গত বছর দুর্গাপুজোর সময় শোনা গিয়েছিল দি মারিয়া আসতে পারেন শহরে। তবে সেই সময় তিনি আসেননি। এবার মোহনবাগান দিবস উপলক্ষ্যে দি মারিয়া আনার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। এমনটাই জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। 

শুধু বিশ্বকাপ জেতা নয়, ৩৬ বছর বয়সী এই তারকা ১টি কোপা আমেরিকা, ২ বার চ্যাম্পিয়ন্স লিগ, ১ বার উয়েফা সুপার কাপ সহ প্রচুর ট্রফি জিতেছেন। পাশাপাশি একবার প্লেয়ার অফ দ্য ইয়ারও হয়েছেন। ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অলিম্পিক্সে সোনাও জিতেছেন দি মারিয়া। এমন একজন তারকা ঐতিহাসিক মোহনবাগান দিবসের দিন আসতে পারেন শুনতে পেরে দারুণ খুশি সবুজ-মেরুন সমর্থকরা।          

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement