Advertisement

Mohun Bagan: ডার্বিতে চোট-কার্ড সমস্যা, পরের ম্যাচে নেই মোহনবাগানের ৪ ফুটবলার?

ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে ডার্বিতে (Kolkata Derby) চোট পেয়েছিলেন মোহনবাগানের (Mohun Bagan) দুই ফুটবলার আনোয়ার আলি (Anwar Ali) ও ব্রেন্ডন হ্যামিল (Brendon Hamill) । আগামী শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে নামতে চলেছে মোহনবাগান। সেই ম্যাচে কি খেলতে পারবেন এই দুই তারকা তা নিয়েই উদ্বেগ মোহনবাগান সমর্থকদের।

ব্রেন্ডন হ্যামিল ও আনোয়ার আলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2024,
  • अपडेटेड 10:31 PM IST

ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে ডার্বিতে (Kolkata Derby) চোট পেয়েছিলেন মোহনবাগানের (Mohun Bagan) দুই ফুটবলার আনোয়ার আলি (Anwar Ali) ও ব্রেন্ডন হ্যামিল (Brendon Hamill) । আগামী শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে নামতে চলেছে মোহনবাগান। সেই ম্যাচে কি খেলতে পারবেন এই দুই তারকা তা নিয়েই উদ্বেগ মোহনবাগান সমর্থকদের।

পরের ম্যাচে খেলতে পারবেন আনোয়ার?
প্রায় ৬ দিন পর ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন। ডার্বিতে হ্যামস্ট্রিং পুল হয়েছিল আনোয়ারের। তবে যা খবর তাতে থাংবোই সিংটোর দলের বিরুদ্ধে খেলতে পারবেন না মোহনবাগান স্টপার। ম্যাচের শুরুর দিকেই ইস্টবেঙ্গল ফুটবলার সউল ক্রেসপোর সঙ্গে ট্যাকেলে যেতে গিয়ে হ্যামস্ট্রিং-এ চোট পান আনোয়ার। অনেকদিন চোটের জন্য বাইরে থাকার পর ডার্বিতেই নেমেছিলেন তিনি। ফের চোট পেয়ে উঠে যাওয়ায় তাঁকে নিয়ে চিন্তায় সমর্থকরা। তবে সূত্রের খবর হায়দরাবাদ ম্যাচে তাঁকে না পাওয়া গেলেও বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে।

কবে ফিট হবেন হ্যামিল?
মোহনবাগান দলকে ভরসা দেওয়া ব্রেন্ডন হ্যামিলকেও চোটের জন্য তুলে নিতে হয় মোহনবাগান কোচ হাবাসকে। মোহনবাগান সমর্থকদের অনেকেই মনে করছেন এই চোটটা না হলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে জিততেও পারত তাদের প্ৰিয় দল। নাওরেম মহেশ সিং পেছন থেকে ট্যাকেল করেন। এতেই চোট পান হ্যামিল। কিছুটা সময় মাঠে থাকলেও তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাননি হাবাস। তাই এই ফুটবলারকে তুলে নেন তিনি। তিনিও হয়ত হায়দরাবাদ ম্যাচে নেই। এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে পারেন এই বিদেশী ফুটবলার।

পরের ম্যাচে নেই সাদিকু ও টাংরি
চারটে হলুদ কার্ড হয়ে যাওয়ায় হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে আরও দুই ফুটবলরকে পাবে না মোহনবাগান। এই ম্যাচে খেলবেন না আর্মান্দো সাদিকু ও দীপক টাংরি। অর্থাৎ নিয়মিত খেলা মোট চার ফুটবলারকে ছাড়াই নামতে হবে সবুজ-মেরুনকে। হায়দরাবাদ বেশ দুর্বল দল। তার উপর ট্রান্সফার ব্যান থাকায় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনও ভাল ফুটবলারকে সই করাতে পারেনি তারা। তার উপর দল ছেড়েছেন নিখিল পূজারীর মতো ফুটবলার। ফলে বেশ দুর্বল হায়দরাবাদ। ফলে মোহনবাগানের সামনে দারুণ সুযোগ ছিল চার ম্যাচ পর জয় তুলে নেওয়ার। চার তারকা ফুটবলার না থাকায় সেই পরিকল্পনা কিছুটা হলেও ধাক্কা খেতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement