Advertisement

Mohun Bagan Super Giant: সেমিফাইনালে সামনে সুনীলরা, দলের কাদের নিয়ে চিন্তায় মোহনবাগান কোচ?

জামশেদপুর টাটা স্টেডিয়ামে পঞ্জাব এফসিকে (Punjab FC) টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup 2024) সেমিফাইনালে চলে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুরুতে পিছিয়ে পড়েও দুরস্ত লড়াই করে ফেরে হোসে মোলিনার দল। তবে ম্যাচ জিতলেও দলের রক্ষণের ফুটবলারদের পারফরম্যান্স চিন্তায় রাখল মোহনবাগান কোচকে। 

মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2024,
  • अपडेटेड 6:24 PM IST

জামশেদপুর টাটা স্টেডিয়ামে পঞ্জাব এফসিকে (Punjab FC) টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup 2024) সেমিফাইনালে চলে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুরুতে পিছিয়ে পড়েও দুরস্ত লড়াই করে ফেরে হোসে মোলিনার দল। তবে ম্যাচ জিতলেও দলের রক্ষণের ফুটবলারদের পারফরম্যান্স চিন্তায় রাখল মোহনবাগান কোচকে। 

নব্বই মিনিটে তিন তিনটে গোল হজম করেন টম অলড্রেড-আলবার্তোরা। এদিন শুরু থেকেই মাঠে ছিলেন আলবার্তো রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েও রক্ষণের ভুলে গোল হজম করতে হয় মোহনবাগানকে। ম্যাচ শেষে হোলে মোলিনা বললেন, 'কঠিন ম্যাচ ছিল আজ, পঞ্জাব এফসি অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত মুর্দান্ত লড়াই করে আমরা ম্যাচ জিতেছি, ভালো লাগছে। কিন্তু এখানেই খামলে চলবে না। ঘরের মাঠে সেমিফাইনাল, আমাদের আরও ভালো খেলতে হবে।' 

মোহনবাগানের হয়ে প্রথম ট্রফি জেতার থেকে আর মাত্র দু'পা দূরে মোহনবাগানের কোচ হোসে মোলিনা। সেমিফাইনালে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান। তবে সবুজ-মেরুন ব্রিগেডের ডাগ আউটে বসে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেতে আত্মবিশ্বাসী মোলিনা। তবুও শেষ চারের লাড়াইয়ে নামার আগে রজন নিয়ে চিন্তার ভাঁজ সবুজ-মেরুন কোচের কপালে। তিনি বললেন, 'গ্রাক মরশুম প্রতিযোগিতায় এমন হতেই পারে। সকলে ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নয়। তবে আমাদের আরও প্রস্তুতি প্রয়োজন। আরও সময় গেলে এই দলটাই উন্নতি করবে।' 

কলকাতা থেকে জামশেদপুরে ম্যাচ সয়ে যাওয়ায় আক্ষেপের সুর মোহনবাগান কোচের গলায়। মোলিনা বলেন, 'আজ আমরা কলকাতার সমর্থকদের মিস করেছি। তবে অনেকেই এত দূরে খেলা দেখতে এসেছিলেন। দলের পাশে থাকার জন্য তাদের অনেক ধন্যবাদ।' তবে সেমিফাইনাল ম্যাচ হবে কলকাতাতেই। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে সেই ম্যাচের আগে খুব বেশি সময় পাবেন না মোলিনা। তাই দ্রুত দলের ডিফেন্স সমস্যা মেটাতে হবে তাঁকে। দ্রুত ফুটবলারদের ম্যাচ ফিট করতে হবে তাঁকে। কারণ এরপর এএফসি কাপে খেলতে হবে তাদের।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement