Advertisement

Mohun Bagan Kolkata League: CFL সুপার সিক্সে যাবে মোহনবাগান? হেরে অঙ্ক কঠিন

রবিবার নিজেদের ঘরের মাঠে সাদার্ন সমিতির বিরুদ্ধে ০-২ গোলে হেরে কলকাতা লিগে (Kolkata League) সুপার সিক্সের লড়াই কঠিন করে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবির। কলকাতা লিগে দুই গ্রুপ থেকে তিনটি দল পরের রাউন্ডে যাবে। এখান থেকে সবুজ-মেরুন পরের রাউন্ডের রাস্তা আরও কঠিন হয়ে গেল।

মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2023,
  • अपडेटेड 9:57 AM IST

রবিবার নিজেদের ঘরের মাঠে সাদার্ন সমিতির বিরুদ্ধে ০-২ গোলে হেরে কলকাতা লিগে (Kolkata League) সুপার সিক্সের লড়াই কঠিন করে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবির। কলকাতা লিগে দুই গ্রুপ থেকে তিনটি দল পরের রাউন্ডে যাবে। এখান থেকে সবুজ-মেরুন পরের রাউন্ডের রাস্তা আরও কঠিন হয়ে গেল।
 

কোন দল কত পয়েন্টে?
মোহনবাগান ৯ ম্যাচে এখনও ২০ পয়েন্ট পেয়েছে। ১০ ম্যাচে ডায়মন্ড হারবার এফসি ২৩ পয়েন্টে। মহামেডান স্পোর্টিং ৭ ম্যাচে পেয়ে গিয়েছে ১৮ পয়েন্ট। ১৭ পয়েন্ট পেয়েছে পিয়ারলেস। ১০ ম্যাচ খেলে। অন্যদিকে কালিঘাট এমএস ১০ ম্যাচে ২১ পয়েন্টে। মোহনবাগানের বাকি রয়েছে আরও তিনটি ম্যাচ। সব দলই ১২টি করে ম্যাচ খেলবে। মোহনবাগানের এই তিন ম্যাচের প্রতিপক্ষও বেশ কঠিন। সুহেল ভাটদের ম্যাচ বাকি রয়েছে ডায়মন্ড হারবার, মহামেডান স্পোর্টিং ও পিয়ারলেসের সঙ্গে। সৌগত হাসদার দুই গোলে ম্যাচ হেরে তাই মোহনবাগান কোচ বাস্তব রায় বলেন, ‘এর পর থেকে সব ম্যাচই জিততে হবে।‘


জিততে গেলে গোল করতে হয়। সেই গোলের রাস্তাই মাঝেমধ্যে হারিয়ে ফেলছেন মোহনবাগান ফুটবলাররা। পাশাপাশি সমস্যা আরও বেড়ে গিয়েছে ডিফেন্সের ভুলে গোল খেয়ে যাওয়ায়। প্রথম গোলের ক্ষেত্রে ডিফ্লেকশন হলেও, দ্বিতীয় গোলের ক্ষেত্রে যে তাঁর ডিফেন্স দায়ি ছিল, তা পরিষ্কার ভাবে ম্যাচের পরেই জানিয়ে দেন বাস্তব রায়। যদিও দলের ছেলেদের পাশেই দাঁড়াচ্ছেন সবুজ-মেরুন কোচ।
মোহনবাগান কোচ ম্যাচের পর বলেন, ‘ক্লিনশিট হচ্ছে না। চেষ্টা করে যাচ্ছি। ভুল করে ফেলছে ছেলেরা। আগেই বলেছিলাম যেদিন গোল হবে না। সেদিন গোল খেয়ে গেলে সমস্যা হয়ে যাবে।‘ 


এদিকে নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করতে পেরে দারুণ খুশি সৌগত। ম্যাচের নায়ক বলেন, ‘ছোটবেলা থেকে মোহনবাগান সমর্থক হলেও, প্রিয় দলের বিরুদ্ধে গোল করতে পেরে ভালো লাগছে।‘ রবিবারই ডুরান্ড কাপে ছিটকে যাওয়া থেকে কোনওমতে রক্ষা পেয়েছে মোহনবাগান। আর কলকাতা লিগেও এখন গ্রুপের শেষ তিন ম্যাচেও জিততেই হবে সবুজ-মেরুনকে।    
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement