Advertisement

Mohun Bagan Transfer News: রেকর্ড অঙ্কের টাকায় সাহাল মোহনবাগানে, খরচ কত?

বিরাট অঙ্কের টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়েন্টে সই করতে চলেছেন সাহাল আব্দুল সামাদ। এমনটাই সূত্রের খবর। সাহালের জীবনে আজকের দিনটা দারুণ স্পেশাল। কারণ, আজই বিয়ে করছেন তিনি। শোনা যাচ্ছে, মোহনবাগান (Mohun Bagan) ছেড়ে কেরল ব্লাস্টার্সে (Kerala Blasters) সই করতে চলেছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। সোয়াপ ডিলে সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) সবুজ-মেরুনে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আর তাঁর জায়গাতেই কেরলে যাচ্ছেন প্রীতম।

সাহাল আব্দুল সামাদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2023,
  • अपडेटेड 8:10 PM IST

বিরাট অঙ্কের টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়েন্টে সই করতে চলেছেন সাহাল আব্দুল সামাদ। এমনটাই সূত্রের খবর। সাহালের জীবনে আজকের দিনটা দারুণ স্পেশাল। কারণ, আজই বিয়ে করছেন তিনি। শোনা যাচ্ছে, মোহনবাগান (Mohun Bagan) ছেড়ে কেরল ব্লাস্টার্সে (Kerala Blasters) সই করতে চলেছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। সোয়াপ ডিলে সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) সবুজ-মেরুনে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আর তাঁর জায়গাতেই কেরলে যাচ্ছেন প্রীতম।
 

কত টাকা খরচ হচ্ছে মোহনবাগানের?
শোনা যাচ্ছে সাহালকে দলে নিতে চার কোটি টাকা খরচ করতে চলেছে। তিন বছরের চুক্তি এই ভারতীয় মিডফিল্ডারকে সই করাচ্ছে সবুজ মেরুন। অন্যদিকে প্রীতম কেরলে পাবেন ২ কোটি টাকা। তিনি কেরলের হয়েও অধিনায়কত্ব করবেন। সাহালের কাছে সৌদি আরবের ক্লাবের অফার থাকলেও প্রীতমের বিনিময়ে তাঁকে নিতে মরিয়া মোহনবাগান। অনেকদিন ধরেই সাহালকে পছন্দ ছিল জুয়ান ফেরান্দোর। এবার তাঁকে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি ছিল না মোহনবাগান সুপার জায়েন্ট। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ক্যাপ্টেন প্রীতমের বিরাট ভূমিকা ছিল। তবে এবার গোটা দলের খোলনলচে বদলে ফেলতে চাইছেন জুয়ান।


সেই জন্যই একের পর এক তারকাকে সই করাচ্ছে মোহনবাগান। ২০১৩ সালে প্রীতম ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোহনবাগানে সই করেছিলেন। সেই মরশুমেই সঞ্জয় সেনের কোচিং-এ আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।


আরব আমিরশাহির আল ইত্তিহাদ অ্যাকাডেমি থেকে উত্থান সাহালের। বাবা-মা দুজনেই থাকতেন আরবে। তবে আরব থেকে ফুটবলের প্রাথমিক পাঠ শেষ করেই কেরলে ফিরে আসেন সাহাল। দারুণ ফুটবল খেলে জায়গা করে নেন সন্তোষ ট্রফিতে। আর সন্তোষে ভালো পারফর্ম করার পর, কেরাল ব্লাস্টার্স তাঁকে রিজার্ভ দলের জন্য সই করিয়ে নেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই মিডফিল্ডারকে। সুযোগ পেয়েছেন ভারতীয় ফুটবল দলে। প্রতিভার জোরে জায়গা করে নিয়েছেন কেরল ব্লাস্টার্সের সিনিয়র দলেও। 
ইভান ভুকুমানোভিচ-এর দলে এখন নির্ভরযোগ্য অস্ত্র হয়ে উঠেছেন সাহাল। মূলত আক্রমণাত্মক মিডফিল্ডার হলেও সেকেন্ড স্ট্রাইকার এমনকি উইং ধরেও আক্রমণ শানাতে পারেন সাহাল। রয়েছে গোল করার দারুণ দক্ষতাও। এমন একজন ইউটিলিটি ফুটবলার যে কোনও দলেরই সম্পদ। তাই সাহালের মত ফুটবলারকে পাওয়ার জন্য যে কোনও দলই যে মুখিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement