এখনও ভিসা পাননি আন্তোনিও লোপেজ হাবাস। এদিকে দরজায় কড়া নাড়ছে সুপার কাপ। তা হলে কি সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাই সুপার কাপে হেড কোচ হিসেবে থাকবেন? সেটাই এখন প্রশ্ন মোহনবাগানে। যদিও মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিছুই বলতে চাইছে না। জানিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে আজ অথবা কালকের মধ্যে।
আইএসএল-এর প্রথম পর্বে শেষ তিন ম্যাচে হার, এএফসি কাপে ভালো কিছু করতে না পারা, সব মিলিয়ে সবুজ-মেরুন কর্তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন জুয়ান ফেরান্দো। আর সেই কারণেই সরে যেতে হয়েছে তাঁকে। মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে হারের পরেই তাঁর উপর চাপ বাড়তে থাকে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কেরল ব্লাস্টার্স ম্যাচই তাঁর কাছে অ্যাসিড টেস্ট। সেই ম্যাচে ব্যর্থ হওয়াতেই তাঁকে সরে যেতে হল। মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, তিনি নিজেই পদত্যাগ করেছেন। তবে বেলা গড়াতেই গোটা চিত্রটা পরিস্কার হল।
সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত বলেন, ব্যর্থতার জন্য ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, জুয়ানকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ নিজে থেকে জুয়ান পদত্যাগ করেননি। তাঁকে সরিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবাশিস বলেন, 'হাবাস আমাদের টিডি ছিলই। জুয়ানের যে ব্যর্থতা হচ্ছিল, তা নিয়ে ম্যানেজমেন্ট বসে ঠিক করেছে যে জুয়ানকে রেস্ট দেবে।'
পাশাপাশি নতুন দায়িত্ব নেওয়া কোচ আন্তোনিও লোপেজ হাবাসও যে ভিসা পাননি সেটাও স্বীকার করে নিয়েছেন দেবাশিস। তিনি বলেন, 'হাবাসকে সবে মাত্র দায়িত্বে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ভিসার আবেদন করবে। ভারতে আসতে অন্তত সাত থেকে দশদিন লাগবে।' বাগান সচিবের কথায় পরিস্কার সুপার কাপে প্রথম থেকে দলের সঙ্গে নেই হাবাস। সম্ভবত তিনি উনিশ জানুয়ারি ডার্বিতে ডাগ আউটে বসবেন।
ভারতীয় দলে সাতজন ফুটবলার চলে যাওয়ায় সবুজ-মেরুনকে যে সমস্যায় পড়তে হবে তা ভালোভাবেই জানেন মোহনবাগান কর্তা। তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনও ফুটবলার সই করানো হবে কিনা সেটা জানাবেন হাবাস। এমনটাই জানিয়েছেন দেবাশিস। তিনি বলেন, 'কোন ফুটবলারকে নেওয়া হবে তা হাবাসই ঠিক করবেন।'