Advertisement

Mohun Bagan AFC Cup: দশমীতে AFC কাপের ম্যাচ, দিন বদলের আবেদন মোহনবাগানের

এএফসি কাপের (AFC Cup) গ্ৰুপ পর্বের ম্যাচ আয়োজন নিয়ে সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। দুর্গাপুজোর দশমির দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মোহনবাগান বনাম বসুন্ধ্ররা কিংস এএফসি (Mohun Bagan vs Basundhara Kings) গ্ৰুপ পর্বের ম্যাচ। কলকাতায় তখন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে পুলিশের পক্ষে।

মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2023,
  • अपडेटेड 10:48 AM IST

এএফসি কাপের (AFC Cup) গ্ৰুপ পর্বের ম্যাচ আয়োজন নিয়ে সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। দুর্গাপুজোর দশমির দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মোহনবাগান বনাম বসুন্ধ্ররা কিংস এএফসি (Mohun Bagan vs Basundhara Kings) গ্ৰুপ পর্বের ম্যাচ। কলকাতায় তখন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে পুলিশের পক্ষে।


এ নিয়ে এএফসি-র কাছে চিঠিও দিয়েছে সবুজ-মেরুন। ম্যাচ পেছনোর আবেদন করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। একে দূর্গাপুজোর দশমী তার ওপর আবার বিশ্বকাপ। এই দুইয়ের চাপে পর্যাপ্ত পুলিশ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। সেই জন্যই এমন আবেদন জানানো হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। তবে এখনই কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের গ্ৰুপ পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে মোহনবাগান। ষষ্ঠবার এএফসি গ্ৰুপ পর্বে খেলার সুযোগ পেয়ে গেল তারা। এবারের এএফসি কাপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগানের সঙ্গে একই গ্ৰুপে রয়েছে, মাঝিয়া এফসি, বসুন্ধরা এফসি ও বসুন্ধরা কিংস।


সমস্যায় রয়েছে জুয়ান ফেরান্দোর দল। একাধিক ফুটবলার ভারতীয় দলের শিবিরের জন্য চলে গিয়েছেন। সিনিয়র দলের পাশাপাশি যুব দলের জন্যও একাধিক ফুটবলার চলে গিয়েছেন। ফলে সেট দল পাওয়া নিয়ে সমস্যা। যদিও ডার্বি হারের ধাক্কা কাটিয়ে দারুনভাবে ফিরে এসেছে মোহনবাগান। ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপেও একের পর এক জয় তুলে নিচ্ছে ফেরান্দোর ছেলেরা। শনিবার তার মধ্যেই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। সেই ম্যাচ যে একেবারেই সহজ হবে না তা ভালোভাবেই জানেন হুগো বুমোসরা। তবে, চির শত্রু ইস্টবেঙ্গলের কাছ থেকেই অনুপ্রেরণা নিতে চাইছেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার।


এক সাক্ষাৎকারে হুগো বলেন, 'ইস্টবেঙ্গল যেমন চার বছর পর, ডার্বিতে আমাদের হারিয়েছে, ঠিক সেভাবেই আমরা মুম্বইকে হারাব।' পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস অনেকটাই ফেরত পেয়েছে মোহনবাগান। এখন সামনে ডুরান্ড কাপের কঠিন চ্যালেঞ্জ। সেখানে কী করবে মোহনবাগান? তা নিয়েই চিন্তায় দলের সমর্থকরা।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement