গত মরসুমে সুপার কাপের পাশাপাশি কলকাতা লিগ জেতাও অধরা থেকে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের (mohun Bagan Super Giant)। ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের কলকাতা লিগ (Kolkata League)। তার আগে নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পড়ছে মোহনবাগান। সোমবার থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস।
সকাল সাড়ে আটটায় ৩০ জন ফুটবলারকে নিয়ে মাঠে নেমে পড়বেন নবনির্বাচিত কোচ ডেগী কার্ডোজো। যুব পর্যায়ে দেশের অন্যতম সফল কোচ ডেগী গত মরসুমে ছিলেন এফ সি গোয়ায়। তবে আগে এটিকে রিজার্ভ দলের দায়িত্ব সামলেছেন ডেগী। গোয়ার হয়ে বন্দোদকর মেমোরিয়াল ট্রফি ছাড়াও দেশের বিভিন্ন দলকে কোচিং করিয়ে নানা সময়ে অনেক ট্রফি পেয়েছেন তিনি। ডেগীর সঙ্গে গোলকিপার কোচ হিসাবে থাকবেন বড় দলের সফল গোলকিপার অভ্র মণ্ডল। সহকারী কোচ হিসাবে থাকবেন বিশ্বজিত ঘোষাল।
চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান
ডেগীকে নতুন কোচ হিসাবে দায়িত্বে আনার পাশাপাশি ভাল দলও তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সিনিয়র দলের অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়ারের পাশাপাশি ফরদিন আলি মোল্লা, রাজ বাশফোর, সুমিত রাঠি, এনসন সিংরা তো আছেনই। পাশাপাশি সন্তোষ ট্রফির সফল গোলকিপার রাজা বর্মন, লিগের সফল ডিফেন্ডার সায়ন দাস-সহ দেশের বিভিন্ন ক্লাব থেকে বেশ কিছু প্রতিশ্রুতিমান ফুটবলারকে নেওয়া হয়েছে দলে। কয়েকজন ফুটবলারকে ডাকা হয়েছে ট্রায়ালে। ফুটবলারদের বেছে নেওয়ার জন্য চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট ডেভালপমেন্ট দল। তারপর লিগের জন্য চূড়ান্ত দল বাছা হবে। এই দলটিকেই সর্বভারতীয় রিলায়েন্স যুব লিগে খেলানো হবে।
মূল দলে ভাল ফুটবলার তুলে আনাই লক্ষ্য
গত মরসুমে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসাবে বেশ কার্যকর হয়েছিল রিজার্ভ দল। এবারও সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে দল। ভাল সিনিয়র দল তৈরির পাশাপাশি রিজার্ভ দল ও তিনটি শক্তিশালী বয়সভিত্তিক যুব দলও গড়ার উপরও জোর দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। সেখানে কোনও খামতি রাখতে চায় না সবুজ মেরুন। সেজন্য কাজ চলছে জোর কদমে। লক্ষ্য দুটি-এক) সিনিয়র দলের পাশাপাশি যুব ও বয়সভিত্তিক লিগে ভাল ফল করা। দুই) বাংলা ও দেশের প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা।