Advertisement

Mohun Bagan Super Giant vs Bengaluru FC: খুশি হতে পারছেন না মোহনবাগান তারকা, কবে নামবেন রেইস?

গত মরসুমে ছিলেন দুরন্ত ছন্দে। ১০ গোল করে মোহনবাগান সুপার জায়েন্টকে লিগ শিল্ড এনে দিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। আর এবার যেন একেবারে উল্টো চিত্র। গোল পাচ্ছেন না। তাই নিজেও খুশি হতে পারছেন না। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে মোহনবাগান। এই মরসুমে আইএসএলে সেটাই মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ। 

মোহনবাগান দল
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 26 Sep 2024,
  • अपडेटेड 11:00 PM IST

গত মরসুমে ছিলেন দুরন্ত ছন্দে। ১০ গোল করে মোহনবাগান সুপার জায়েন্টকে লিগ শিল্ড এনে দিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। আর এবার যেন একেবারে উল্টো চিত্র। গোল পাচ্ছেন না। তাই নিজেও খুশি হতে পারছেন না। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে মোহনবাগান। এই মরসুমে আইএসএলে সেটাই মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ। 

কান্তিরাভায় নামার আগে পেত্রাতোস জানিয়ে দিলেন যে, তিনি নিজের খেলা নিয়ে খুশি হতে পারছেন না। সবুজ-মেরুন তারকা বলেন, 'আমি কখনও নিজের খেলায় খুশি হই না। গত মরসুমেও হইনি। ফুটবলে সব সময় উন্নতি করার সুযোগ থাকে। আমি সেই চেষ্টাই করি। মরসুম সবে শুরু হয়েছে। এখনও আমি নিজের খেলায় খুশি নই। আশা করি আগামী দিনে উন্নতি হবে।' অ্যাওয়ে ম্যাচ নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ হোসে মোলিনা। তিনি বলেন, 'কোন মাঠে খেলছি, বা কোন দলের বিরুদ্ধে খেলছি সেটা নিয়ে আমি ভাবি না। আগামী ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে। ওরা এই মরসুমে ভাল খেলছে। ওদের বিরুদ্ধে কী ভাবে খেলব সেটা নিয়ে পরিকল্পনা করেছি। তবে বাইরের মাঠে খেলতে হবে বলে আলাদা কোনও প্রস্তুতির ব্যাপার নেই।'

গত ম্যাচে জেমি ম্যাকলারেনকে নামিয়েছিলেন মোলিনা। তবে শেষ ১৫ মিনিট খেলেন তিনি। বেঙ্গালুরু ম্যাচেঅ যে শুরু থেকে তাঁকে নামানো হবে না তা বুঝিয়েই দিলেন পেত্রাতোস। তিনি বলেন, 'ম্যাকলারেনের সঙ্গে আমি আগেও খেলেছি। ও খুব ভাল ফুটবলার। দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছে ও। ধীরে ধীরে ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আমরা একসঙ্গে খেলব।'  

এ বারের আইএসএলে প্রথম বার অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে শনিবার খেলবে তারা। পরের সপ্তাহে বুধবার ইরানে ম্যাচ রয়েছে মোহনবাগানের। সেখান থেকে ফিরেই খেলতে হবে মিনি ডার্বি। সূচি নিয়ে খুশি নন মোহনবাগান কোচ হোসে মোলিনা।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement