Advertisement

Mohun Bagan: ঐতিহাসিক সিদ্ধান্ত মোহনবাগানের, বার্সেলোনা গিয়ে ট্রেনিং ফুটবলারদের?

বার্সেলোনার (Barcelona) সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। এমনটাই খবর সূত্রের। সবকিছু ঠিকঠাক থাকলে, মোহনবাগান আরও একটা দারুণ নজির গড়তে চলেছে। যুব দলের উন্নতির ক্ষেত্রে এটা বিরাট পদক্ষেপ। ডেভলপমেন্ট লিগে দারুণ পারফর্ম করেছে সবুজ-মেরুনের ছোটরা। ফলে ছোটদের দলকেও আলাদা গুরুত্ব দিচ্ছে মোহনবাগান।

মোহনবাগান ও বার্সেলোনামোহনবাগান ও বার্সেলোনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2023,
  • अपडेटेड 1:08 PM IST
  • আবারও ঐতিহাসিক চুক্তির পথে মোহনবাগান
  • বার্সেলোনার সঙ্গে চুক্তি হতে পারে

বার্সেলোনার (Barcelona) সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। এমনটাই খবর সূত্রের। সবকিছু ঠিকঠাক থাকলে, মোহনবাগান আরও একটা দারুণ নজির গড়তে চলেছে। যুব দলের উন্নতির ক্ষেত্রে এটা বিরাট পদক্ষেপ। ডেভলপমেন্ট লিগে দারুণ পারফর্ম করেছে সবুজ-মেরুনের ছোটরা। ফলে ছোটদের দলকেও আলাদা গুরুত্ব দিচ্ছে মোহনবাগান।


করোনার মধ্যে ছোটদের দলের দিকে সেভাবে নজর দেওয়া হয়নি। সেই জন্যই এবার ছোটদের দল আরও ভালোভাবে গড়তে ঝাঁপাচ্ছেন মোহনবাগান কর্তারা। সিনিয়র দলের জন্য সাপ্লাই লাইন তৈরি করাও একটা বড় লক্ষ্য মোহনবাগানের। সেই জন্যই এমন সিদ্ধান্ত। যদিও চুক্তি যে হচ্ছেই নিশ্চিত করে এখনই তা বলা যাবে না। তবে নিশ্চিত ভাবেই সেই প্রক্রিয়া যে শুরু  হয়ে গিয়েছে তা বলাই যায়। জুনিয়র দলের উন্নতি হলে বিভিন্নভাবে লাভবান হতে পারে মোহনবাগান। প্রথমত, বেশি টাকা দিয়ে অন্য ক্লাব থেকে ফুটবলার নিতে হবে না। দ্বিতীয়ত, ভালো ফুটবলার তৈরি করতে পারলে, যদি সেই ফুটবলার অন্য ক্লাবে সই করলে বড় অঙ্কের টাকাও পেতে পারে ক্লাব।

আরও পড়ুন


এই সমস্ত বিষয় বুঝেই এমন চুক্তির পথে হাঁটতে চলেছে সবুজ-মেরুন। সেই জন্যই ক্লাব সচিব দেবাশিস দত্ত বারেবারে বলেছেন, এই ইয়ুথ ডেভেলপমেন্টের ব্যাপারে। তবে এবার পদক্ষেপ নিতে চলেছে মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই একের পর এক দারুণ খবর আসছে মোহনবাগান সমর্থকদের জন্য। সেই তালিকায় এবার যুক্ত হল বার্সেলোনার সঙ্গে চুক্তিও। চ্যাম্পিয়ন হওয়ার পরেই এটিকে নাম তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্তের কথা জানান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

এরপর এমন চুক্তি যদি হয়, তবে আরও খুশি হবেন মোহনবাগান সমর্থকরা। শোনা যাচ্ছে, বিশ্বকাপ খেলা তারকা স্ট্রাইকার জেসন কামিন্সকেও সই করাতে চাইছে মোহনবাগান। তিনি দারুণ ছন্দে রয়েছেন। অস্ট্রেলিয়ার এই স্ট্রাইকার একের পর এক গোল করে ওয়েস্ট কোস্ট মেরিনার্সকে জয় এনে দিচ্ছেন। মোহনবাগানে যোগ দিয়ে তিনি সেই ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement