
দলবদলের বাজারে চমক দিতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)? শোনা যাচ্ছে, সবুজ-মেরুনে সই করতে পারেন হায়দরাবাদ এফসির (Hyderabad FC) লেফট ব্যাক আকাশ মিশ্র (Akash Mishra)। প্রসঙ্গত, বেশ কয়েক মরশুম ধরেই শক্তিশালী দল তৈরির দিকে নজর দিচ্ছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। গত মরশুমেও বিদেশি থেকে শুরু করে ভারতীয় ফুটবলার, সবদিক দিয়েই ব্যালান্সড দল গড়েন কর্তারা। সবথেকে বড় বিষয় হল যে, ট্রফি জয়। বিপুল পরিমাণ অর্থ খরচ করে দল গড়ার পর, সাফল্যও পেয়েছে তারা। আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার পর যে গোটা দলের আত্মবিশ্বাস বেড়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এবার তাঁদের লক্ষ্য, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ক্লাব প্লে-অফের ম্যাচ। সেইসঙ্গে তাঁরা যে আগামী মরশুমের আগে নিজেদের দল গোছানোর দিকেও বেশ ভালোভাবে নজর দিয়েছে, তা এক কথায় পরিষ্কার।
অন্যদিকে, হায়দরাবাদ এফসি জার্সি গায়ে দুরন্ত পারফর্ম করছেন এই আকাশ মিশ্র। শুধু তাই নয়, জাতীয় দলের (Indian Football Team) হয়েও বেশ ভালো খেলেছেন তিনি। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে (AFC Asian Cup Qualifier), ভারতের হয়ে বেশ ভালো ফুটবল উপহার দেন ২১ বছর বয়সী এই লেফট ব্যাক। শোনা যাচ্ছে যে, তাঁকে দলে আনতে গেলে বেশ ভালো পরিমাণ অর্থই খরচ করতে হবে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টকে। কথাবার্তা চলছে এবং আকাশ মিশ্রকে দলে নেওয়ার সম্ভাবনা যে প্রবল সেই বিষয়ে ময়দানে জোর গুঞ্জন।
শেষ আইএসএল মরশুমে তাঁর পাসিং অ্যাকিউরেসি ছিল ৬৯.৮৯%। আকাশ মিশ্র তাঁর ফুটবল জীবন শুরু করেন ইন্ডিয়ান অ্যারোজ (Indian Arrows) থেকে। পরবর্তীতে তিনি খেলেন শিলং লাজং (Shillong Lajong FC) ও নেরোকা এফসিতেও (Neroca FC)। শুধু তাই নয়, রিয়াল কাশ্মীর এফসি (Real Kashmir FC) এবং ট্রাউ এফসিতেও (TRAU FC) খেলেছেন তিনি। তারপর তাঁর অসাধারণ পারফরম্যান্সের সূত্রেই, ডাক পান হায়দরাবাদ এফসিতে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, ২০২১ সালে আকাশ মিশ্র তাঁর জীবনের প্রথম হিরো অফ দ্যা ম্যাচ অ্যাওয়ার্ডটি জেতেন এই কলকাতার দল ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধেই। গোটা দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি।
ফলে, এহেন ফুটবলারকে আদৌ হায়দরাবাদ এফসি ছাড়বে কিনা সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে যে, সবুজ মেরুনে আকাশ মিশ্রর সই করার সম্ভাবনা প্রবল। পরের মরশুম থেকে দলের নাম মোহনবাগান সুপার জায়ান্টস। এখন দেখার বিষয় এটাই যে, নতুন ফুটবলারটি শেষপর্যন্ত সবুজ মেরুনে যোগ দেন কিনা।