২০২৯ সাল অবধি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giants) দলে থাকছেন বিশাল কাইত (Vishal Kaith)। গোলের নিচে সবুজ মেরুনের অন্যতম একজন নির্ভরযোগ্য প্রহরী তিনি। সম্ভবত, এই মুহূর্তে দেশের অন্যতম সেরা গোলকিপার বিশাল। আর এবার কিছুদিনের মধ্যেই রয়েছে আইএসএল (ISL)-এর ম্যাচ। এ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ (ACL-2) খেলতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে। ফলে লম্বা মরসুমে লম্বা লড়াই। মরসুমের মূল লড়াই শুরুর আগে বিশালের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)।
এই প্রসঙ্গে মোহনবাগান গোলকিপার বললেন, 'সারাজীবন মোহনবাগানের হয়েই খেলতে চাই।' ২০২২-২৩ মরসুমে চেন্নাইয়েন এফসি থেকে মোহনবাগানে সই করেছিলেন তিনি। তারপর থেকেই সবুজ মেরুন জার্সিতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তরুণ গোলকিপার। মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০২৩ সালের ডুরান্ড কাপে জেতেন ‘গোল্ডেন গ্লাভস’। তার আগে ২০২২-২৩ মরশুমে আইএসএল-এর সেরা গোলকিপারের শিরোপা উঠেছিল তাঁর হাতে। আর এবার ডুরান্ড কাপ প্রতিযোগিতায় কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। পরপর ২টি ম্যাচে টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন বিশাল কাইথ। আর এবার তাঁর সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি সেরে নিল মোহনবাগান।
বিশাল বলেন, 'সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে এতটাই দামি যে, বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সেইজন্যই এই লম্বা চুক্তিতে সই করলাম।' তিনি আরও জানান, 'এবারও আইএসএল এবং সুপার কাপ জেতার মতো দল রয়েছে আমাদের। গতবারের চেয়ে এবার অনেক বেশি শক্তিশালী আমরা। এসিএল-টুতে খেলতে হবে এশিয়ার সেরা ক্লাবগুলির সঙ্গে। সেখানে গোল বাঁচানোও আমার কাছে বড় চ্যালেঞ্জ।'
ভাল পারফর্ম করেও মানেলো মার্কেজের ভারতীয় দলে জায়গা হয়নি বিশালের। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মোহনবাগান সমর্থকরা। আর এর মধ্যেই বিশালের চুক্তি বাড়িয়ে তাঁর আত্মবিশ্বাস বাড়াতে চাইছে মোহনবাগান। কারণ সামনে লম্বা লড়াই।