Advertisement

Mohun Bagan Transfer Update: কেরলের তারকাকে সই করাচ্ছে মোহনবাগান, ময়দানে জোর চর্চা

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দিয়েছে। ভারতীয় ফুটবলার (Indian Football) জিকসন সিং-কে (Jeakson Singh) সই করাতে চলেছে সবুজ-মেরুন। এমনটাই সূত্রের খবর। এই মরসুমে ইভান ভুকোমানোভিচের তত্ত্বাবধানে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে খেলেছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল জিকসনের দল ছাড়ার কথা। তবে তাঁকে সই করাতে চেয়েছিল আইএসএল-এর (ISL) একাধিক ক্লাব।

মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2024,
  • अपडेटेड 10:19 AM IST

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দিয়েছে। ভারতীয় ফুটবলার (Indian Football) জিকসন সিং-কে (Jeakson Singh) সই করাতে চলেছে সবুজ-মেরুন। এমনটাই সূত্রের খবর। এই মরসুমে ইভান ভুকোমানোভিচের তত্ত্বাবধানে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে খেলেছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল জিকসনের দল ছাড়ার কথা। তবে তাঁকে সই করাতে চেয়েছিল আইএসএল-এর (ISL) একাধিক ক্লাব।

আগামী ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে কেরলের এই ক্লাবের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়েই এই মিডফিল্ডারকে নিতে মরিয়া মোহনবাগান সুপার জায়েন্ট। এ ব্যাপারে জিকসনের সঙ্গে নাকি একপ্রস্থ কথাবার্তা ও সেরে ফেলেছে বাগান ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক চললে সবুজ-মেরুনে নিশ্চিত এই ফুটবলার। গত মরসুমে জেসন কামিন্সকে (Jason Cummins) সই করিয়ে চমক দিয়েছিল মোহনবাগান। শোনা যাচ্ছে, এই মরসুমে অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাক্লারেনকে (Jemi Mclaren) সই করাচ্ছে সবুজ-মেরুন। অস্ট্রেলিয়ান লিগে শুধু নয়, বিশ্বকাপে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধেও খেলেছেন জেমি।

এই মরসুমের মাঝপথে কোচ হিসেবে জুয়ান ফেরান্দো চলে গেলেও দারুণ ফুটবল খেলেছে মোহনবাগান। শুরুতে ডুরান্ড কাপ, তারপর আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে উঠলেও হারতে হয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দলকে। তবে লিগ শিল্ড জেতায় এএফসি কাপে খেলার সুযোগ পেয়ে গিয়েছে মোহনবাগান। ফলে আরও শক্তিশালী দল গঠনের পথে হাঁটছে মোহনবাগান। সেই কারণেই একের পর এক তারকাকে সই করাচ্ছে তারা। বিদেশি ফুটবলারদের সই করালেও, ভারতীয় ফুটবলারদের খুব বেশি বদল করতে নারাজ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।     

তবে তিন ভারতীয় ফুটবলারকে ছেড়ে দিচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই তালিকায় রয়েছে কিয়ান নাসিরি, হামতে ও গ্লেন মার্টিন্সকে ছেড়ে দিচ্ছে তারা। কিয়ান ও হামতে যোগ দিচ্ছেন চেন্নাইয়েন এফসিতে।  গ্লেনের জায়গাতেই হয়ত জিকসনকে নিতে পারে মোহনবাগান।    ‌   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement