Advertisement

Mohun Bagan VS East Bengal: পেনাল্টি-ফাউল! ডার্বি ড্রয়ের পর রেফারিকে দুষলেন দুই কোচই

ডার্বি শেষ হওয়ার পরেই রেফারির উপর ক্ষোভে ফেটে পড়লেন দুই দলের কোচ। শনিবারের ডার্বিতে রেফারি ছিলেন রাহুল কুমার গুপ্তা। তাঁর বিরুদ্ধেই ম্যাচের শেষে বিস্ফোরক দুই কোচ। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের দাবি শেষ গোলের আগে ফাউল করা হয়েছিল নন্দাকুমারকে। তা দেখেননি রেফারি। আর অন্যদিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দাবি ইস্টবেঙ্গল যে পেনাল্টিটা পেয়েছে তা অবৈধ।

কলকাতা ডার্বিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Feb 2024,
  • अपडेटेड 12:17 AM IST

ডার্বি শেষ হওয়ার পরেই রেফারির উপর ক্ষোভে ফেটে পড়লেন দুই দলের কোচ। শনিবারের ডার্বিতে রেফারি ছিলেন রাহুল কুমার গুপ্তা। তাঁর বিরুদ্ধেই ম্যাচের শেষে বিস্ফোরক দুই কোচ। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের দাবি শেষ গোলের আগে ফাউল করা হয়েছিল নন্দাকুমারকে। তা দেখেননি রেফারি। আর অন্যদিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দাবি ইস্টবেঙ্গল যে পেনাল্টিটা পেয়েছে তা অবৈধ।

ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, 'ওটা ফাউল না? পাগল নাকি? আপনারা টিভিতে দেখে বিচার করবেন। আমি মাঠে থেকে পরিস্কার দেখেছি এই গোটা ঘটনাটা।' ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সের মধ্যে নন্দাকুমারকে পেছন থেকে ট্যাকেল করে বল কেড়ে নেন সাহাল আব্দুল সামাদ। সেখান থেকেই তাঁর করা ক্রস থেকে গোল করে যান দিমিত্রি পেত্রাতোস। ফের সমতা ফেরায় মোহনবাগান। অন্যদিকে ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। বল ছাড়াই পেনাল্টি বক্সের মধ্যেই নাওরেম মহেশ সিং-এর ঘাড়ের উপর উঠে পড়েন ফাউল দীপক টাংরি। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। 

রাহুল কুমার গুপ্তা

এই ঘটনায় ক্ষুব্ধ হাবাস বলেন, 'ওটা কোনওভাবেই পেনাল্টি ছিল না।' ম্যাচে চার গোল হলেও খেলায় সেই ঝাঁজ দেখা যায়নি। বারে বারে ফাউল খেলায় ব্যাঘাত ঘটিয়েছে। আর ম্যাচ নিয়ন্ত্রণ করতে প্রচুর হলুদ কার্ড দেখাতে হয়েছে রাহুলকে। আইএসএল-এ প্রথম ডার্বিতে বদলা হাতছাড়া করেছে আন্তোনিও লোপেজ হাবাসের দল। 

ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ডান দিক থেকে উঠে এসে দারুণ ক্রস বাড়ান নিশু কুমার। সেই ক্রস মিট করে গোল করে যান অজয় ছেত্রী। মোহনবাগান ডিফেন্ডাররা বুঝতেই পারেননি। তাদের ভুলে শুরুতেই পিছিয়ে পড়ে সবুজ-মেরুন। ১৭ মিনিটে সমতা ফেরান আর্মান্দো সাদিকু। অনেকটা উঠে এসে ব্রেন্ডন হ্যামিল ডান দিক থেকে ক্রস করেন। পেনাল্টি বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা সাহিকু হাফ টার্নে শট মারেন। ডান পায়ের শট সোজা জালে জড়িয়ে যায়। সমতা ফেরায় সবুজ-মেরুন। প্রথমার্ধে আর গোল দিতে পারেনি কোনও দলই। 

Advertisement

দ্বিতীয়ার্ধে ভাল শুরু করেছিল মোহনবাগান। প্রথমার্ধের শেষদিক থেকেই আক্রমণে ঝড় তুলেছিল সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে যদিও ম্যাচের স্রোতের উল্টোদিকে গোল করে যায় লাল-হলুদ। পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। পেনাল্টি বক্সের মধ্যেই নাওরেম মহেশ সিং-এর ঘাড়ের উপর উঠে পড়েন ফাউল দীপক টাংরি। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পট কিক থেকে গোল করেন ক্যাপ্টেন ক্লেইটন সিলভা।

২-১ গোলে এগিয়ে যাওয়ার পরে বারবার আক্রমণ করে ইস্টবেঙ্গল। তবে ব্যবধান বাড়েনি। রেফারির ভুলে গোল খেল ইস্টবেঙ্গল। গোল করলেন পেত্রাতোস। ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সের মধ্যে নন্দাকুমারকে পেছন থেকে ট্যাকেল করে বল কেড়ে নেন সাহাল আব্দুল সামাদ। সেখান থেকেই তাঁর করা ক্রস থেকে গোল করে যান দিমিত্রি পেত্রাতোস। ফের সমতা ফেরায় মোহনবাগান। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement