ডার্বি ম্যাচে খেলেননি হুগো বুমোস। তাঁর কি চোট রয়েছে? নাকি অন্য কোনও কারণে তাঁকে মাঠে দেখা গেল না? সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি মোহনবাগানের কাছ থেকে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শনিবারের ম্যাচে রিজার্ভ বেঞ্চেও ছিলেন না তিনি। ফলে দল যখন ১-২ গোলে পিছিয়ে তখনও তাঁকে নামাতে পারেননি সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
কেন খেললেন না বুমোস?
মোহনবাগানের মিডফিল্ডার বুমোস সুপার কাপের ডার্বিতে একেবারেই ভাল খেলতে পারেননি। তাঁকে প্রায় বোতলবন্দী করে ফেলেছিলেন ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী। শনিবারের ডার্বিতে ছিলেন না সৌভিক। তা হলে কেন হুগো নেই? ডার্বির আগে কিন্তু অনেকটা সময় হাবাসকে দেখা গিয়েছিল বুমোসের সঙ্গে কথাবার্তা বলতে। সেখানে কী কথা হয়েছে সেটা অবশ্যই জানা যায়নি। এক হতে পারে, হুগোর চোট রয়েছে। অথবা তাঁকে ডার্বি ম্যাচে না নামিয়ে পরের ম্যাচগুলোতে নামাতে চাইছেন হাবাস। যদিও আসল কারণ কি তা কিন্তু জানাননি মোহনবাগান কোচ।
শোনা গিয়েছিল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হুগোকে হয়ত ছেড়ে দিচ্ছে মোহনবাগান। তিনি সই করতে পারেন মুম্বইতে। তবে তা হয়নি। কিন্তু মোহনবাগান শিবিরে কান পাতলেই শোনা যাচ্ছে, হুগোর সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টের। গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। তবে এখনও সরকারি কোনও ঘোষণা না হওয়ায় নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
এসে গিয়েছেন জেসন কামিন্স
হুগো বুমোসকে নিয়ে গুঞ্জনের মাঝেই চোট সারিয়ে নরওয়ে থেকে চলে এসেছেন জেসন কামিন্স। ডার্বি ম্যাচের আগেরদিন অর্থাৎ শুক্রবার তিনি কলকাতায় চলে আসেন। অনুশীলনও করেছেন তিনি। ডার্বি ম্যাচে ভিআইপি বক্সে বসেছিলেন কামিন্স। ম্যাচ উপভোগ করেন তিনি। ইউরো খেলা এই ফুটবলার মিডফিল্ডে শাসন করার ক্ষমতা রাখেন। তাই তিনি চলে আসতেই কি সরিয়ে দেওয়া হল হুগোকে? সেটা নিয়েই উঠছে প্রশ্ন।