Advertisement

Mohun Bagan vs Hyderabad FC: এবার লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, কীভাবে ফ্রিতে দেখবেন মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচ?

দীপাবলির আগে হায়দরাবাদের (Hyderabad FC) বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক গড়ার লক্ষ্যে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। হায়দরাবাদ এফসি ৪-০ গোলে মহমেডানকে (Mohammedan Sporting) হারিয়ে দেওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে থংবই সিংটো দল। অন্যদিকে শেষ ম্যাচে ডার্বিতে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে খেলতে নামছে মোহনবাগান। 

মোহনবাগান বনাম হায়দরাবাদ
Aajtak Bangla
  • হায়দরাবাদ ,
  • 30 Oct 2024,
  • अपडेटेड 1:55 PM IST

দীপাবলির আগে হায়দরাবাদের (Hyderabad FC) বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক গড়ার লক্ষ্যে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। হায়দরাবাদ এফসি ৪-০ গোলে মহমেডানকে (Mohammedan Sporting) হারিয়ে দেওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে থংবই সিংটো দল। অন্যদিকে শেষ ম্যাচে ডার্বিতে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে খেলতে নামছে মোহনবাগান। 
 

মহমেডানকে হারিয়ে নামছে হায়দরাবাদ
হায়দরাবাদ এফসি তাঁদের গত ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের জন্য মুখিয়ে রয়েছে। তাঁদের গত ম্যাচটি ছিল একটি ঐতিহাসিক জয়, যেখানে তারা মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে। এই ম্যাচে তারা ৪টি গোল করার পাশাপাশি ১১টি শটের মধ্যে ৪টি শটে গোল করতে সক্ষম হয়েছে, যা তাঁদের জন্য একটি সুখকর পরিসংখ্যান। তাঁদের গোল করার দক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে, হায়দরাবাদ এফসির কোচ সিংটো আশা করছেন, তাঁরা আবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে তাঁর দল।

দুই শিবিরই দারুণ দারুণ আত্মবিশ্বাসী
সবুজ মেরুন শিবির হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তাঁদের সাম্প্রতিক ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী। গত সাতটি ম্যাচে তাঁরা মাত্র একটি ম্যাচে হেরেছে এবং চারটি জয় ও দুটি ড্র সহ তারা একটি শক্তিশালী রেকর্ড গড়েছে। তাঁদের সাফল্যের পিছনে আক্রমণ ভাগের দক্ষতা উল্লেখযোগ্য। এই মরসুমে তারা ছয়টি গোল করেছে সেট-পিস থেকে, যা লিগের সবার থেকে বেশি। এর মধ্যে তিনটি গোল এসেছে কর্নার থেকে, যা হায়দরাবাদ এফসির ডিফেন্সের জন্য সতর্কতার সংকেত। এখন দেখার মোহনবাগানকয়ে আটকে বা হারিয়ে ফের চমক দিতে পারে কিনা হায়দরাবাদ।

দুই দলে কারা থাকতে পারেন?
লালবিয়াখলুয়া জংতে (জিকে); মুহাম্মদ রফি, অ্যালেক্স সাজি, স্টেফান সাপিক, পরাগ শ্রীবাস; আইজ্যাক ভ্যানমালসাওমা, আন্দ্রেই আলবা; আব্দুল রাবীহ, সিওয়াই গডার্ড, রামহলুঞ্চুঙ্গা; অ্যালান পলিস্তা

বিশাল কাইথ (জিকে); আশিস রাই, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, শুভাশিস বোস; অনিরুধ থাপা, লালেংমাওইয়া রাল্টে; মনভীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাকো; জেমি ম্যাক্লারেন   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement