ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসি। জামশেদপুরের মাঠে এই ম্যাচ খেলতে নামার আগে সতর্ক মোহনবাগান সুপার জায়েন্ট কোচ হোসে মলিনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী নব্বই মিনিটে ম্যাচের ফয়সালা না হলে সরাসরি টাই-ব্রেকার। মোহনবাগান কোচ তাই প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরতে মরিয়া।
বুধবার শিলংয়ের পাহাড়ে লাজং এফসি'র কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যর্থতায় হোসে মোলিনা তাই বাড়তি সতর্ক। স্প্যানিশ হেডস্যরের মন্তব্য, 'আত্মতুষ্টির জায়গাই নেই। ফুটবলাররা যাঠে নামতে মুখিয়ে। এসব ম্যাচে দ্রুত ছন্দ পাওয়া দরকার।' সূত্রের খবর, মাঝমাঠ জমাট করে আক্রমণে ঝড় তুলতে চান সবুজ-মেরুন ব্রিগেড। টাটা কমপ্লেক্সোর পাশেই জামশেদপুর এফসির প্র্যাকটিস মাঠ। এদিন সেখানেই চূড়ান্ত প্রস্তুতি সারেন কামিন্স পেত্রাতোসরা। ঘন্টা দেড়েক অনুশীলনে প্রথম দল নিয়ে ধোঁয়াশা রাখলেন মোলিনা। ৩-৫-২ ফর্মেশনে পঞ্জাব দুর্গে ফাটল ধরাতে চান তিনি। স্টপার টম অ্যালড্রেডের সঙ্গে অভিজ্ঞ শুভাশিস বসু ও দীপক টাংরিকে ব্যবহারের পরিকল্পনা থিঙ্কট্যাঙ্কের।
মাঝমাঠে প্রচুর অপশন। আপুইয়া, সাহাল, লিস্টন, মনবীরের সঙ্গী হতে পারেন স্টুয়ার্ট। স্ট্রাইকারে কামিন্স পেত্রাতোস জুটি সাঁড়াশি আক্রমণ শানাতে তৈরি । স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট প্লে-মেকার। বল হোল্ড করার পাশাপাশি ক্রু পাস বাড়াতে দক্ষ। আগের চেয়ে অনেকটাই ফিট তিনি। টিম ম্যানেজমেন্টের অনুমান, মোহনবাগানের চাপ সামলাতে চূড়ান্ত আল্ট্রা-ডিফেন্সিভ নীতি অবলম্বন করবে পঞ্জাব। এসব ক্ষেত্রে তালা খুলতে চাবির কাজ করতে পারেন স্টুয়ার্ট।
হোসে মোলিনার বড় অস্ত্র দুই উইং হাফ মনবীর ও নিস্টন। একই গতিতে ইনসাইড এবং আউটসাইড ডজ করার ক্ষমতা থাকায় লিস্টন বেশি বিপজ্জনক। তাছাড়া লক্ষ্যভেদেও দক্ষ এই গোয়ানিজ ফুটবলার। মোদ্দা কথা, বল পজেশন বজায় রেখে প্রতিপক্ষের উপর আক্রমণের রোলার চালাতে তৈরি পালতোলা নৌকো। ঐতিহ্যশালী টুর্নামেন্টে ১৭ বারের খেতাবজয়ী মোহনবাগান। সংখ্যাটা বাড়াতে বদ্ধপরিকর মোলিনা। পঞ্জাব এফসি অবশ্য চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। ফরাসি ফুটবলার তালাল দল ছাড়ায় মাঝমাঠ অবিন্যস্ত। তবে গ্রিক কোচ প্যানাগিওটিসের অভিজ্ঞতার ভাড়ার বেশ পুষ্ট। গোলের জন্য স্লোভেনিয়ার স্ট্রাইকার লুকার দিকে তাকিয়ে থাকবে তারা।
কেমন হতে পারে মোহনবাগানের দল- বিশাল কাইত, টম অ্যালড্রেড, শুভাশিস বসু, দীপক টাংরি, আপুইয়া রালতে, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেক স্টুয়ার্ট, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস