শনিবারের ম্যাচে জিততেই হত দিল্লি ক্যাপিটালসকে। তবেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পেছনে ফেলে প্লে অফে চলে যেত ঋষভ পান্তের দল। তবেও তা হল না। কলকাতায় প্রথম এলিমেনেটরে বুধবার লখনউ সুপার জায়েন্টসের মুখোমুখি হবে আরসিবি। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
তৃতীয় ওভারের শেষ বলেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় দিল্লি। ৬ বলে মাত্র ৫ রান করে আউট হন আইপিএল-এর অন্যতম সফল ওপেনার। ২৩ বলে ২৪ রান করে আউট হন অপর ওপেনার পৃথ্বী শ। তার আগেই আউট হন মিশেল মার্শ। গোল্ডেন ডাকে আউট হন অজি অল রাউন্ডার। ৩১ রানেই ৩ উইকেট হারায় তারা। ব্যর্থ হয়েছেন সরফরাজ খানও। ৭ বলে ১০ রান করে আউট হন তিনি। ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ঋষভ পান্ত। ৩৪ বলে ৪৩ রান করেন রোভমন পাওয়েল। চারটে ছক্কা আর একটা চার আসে তাঁর ব্যাট থেকে। সাত উইকেট হারিয়ে ১৫৯-এ শেষ হয় তাদের ইনিংস।
৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বুমরা। ২ ওভারে ২৯ রান দিলেও ২টি উইকেট পান রমনদীপ সিং। একটি করে উইকেট নিয়েছেন মায়াঙ্ক মারকান্ডে ও ড্যানিয়েল সামস।
আরও পড়ুন: ইডেনে IPL- ম্যাচের দিন একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি পুলিশের
আরও পড়ুন: সচিন-পুত্রকে খেলাচ্ছেন না কেন, জবাবে এই VIDEO পোস্ট করল MI ?
জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার উইকেট হারালেও দারুণ ব্যাট করেন ইশান কিষান। ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। অল্পের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি তরুণ এই উইকেট কিপার ব্যাটার। ৩৩ বএ ৩৭ রান করেন ব্রেভিস। ১৭ বলে ২১ রানের ইনিংস খেলেন তিলক ভর্মা। ১১ ব্বলে ৩৪ রান করে টিম ডেভিড আউট হলেও ৬ বলে ১৩ রান করে ম্যাচ বের করে নেন রমনদীপ সিং। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই। এই ম্যাচ হারের ফলে প্লে অফের আশা আর থাকল না দিল্লির।