Advertisement

East Bengal Transfer News: ইস্টবেঙ্গলেই থাকছেন মহেশ? তারকা ফুটবলার যা জানালেন...

ইস্টবেঙ্গলেই (East Bengal) থাকতে চলেছেন নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। নিজেই নিশ্চিত করলেন এ কথা। লাল-হলুদের হয়ে গত মরশুমে দারুণ ফুটবল খেলে নজর কেড়েছিলেন নাওরেম মহেশ সিং। শুধু গোল করা নয়, গোল করানোর ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছিলেন ইস্টবেঙ্গলের এই ফুটবলার। 

নাওরেম মহেশ সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2023,
  • अपडेटेड 11:18 AM IST

ইস্টবেঙ্গলেই (East Bengal) থাকতে চলেছেন নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। নিজেই নিশ্চিত করলেন এ কথা। লাল-হলুদের হয়ে গত মরশুমে দারুণ ফুটবল খেলে নজর কেড়েছিলেন নাওরেম মহেশ সিং। শুধু গোল করা নয়, গোল করানোর ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছিলেন ইস্টবেঙ্গলের এই ফুটবলার। 


সেই কারণেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে (Indian Football Team)। ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে লাল-হলুদের চুক্তি রয়েছে। তবে ইতিমধ্যেই বেশকিছু ক্লাবের প্রস্তাবও পেয়ে গিয়েছেন ভারতীয় দলের ফুটবলার। নিজেই জানিয়েছেন সে কথা। তবে কোন কোন দল এখনও অবধি তাঁকে প্রস্তাব দিয়েছে তা অনশ্য জানাতে চাননি মহেশ। তবে ইস্টবেঙ্গলে যে তিনি দারুণ খুশি সেটাও জানাতে ভোলেননি জাতীয় দলের নয়া তারকা। এক সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘‘আমি একজন পেশাদার ফুটবলার। অন্য দলের অফার যে আমার কাছে রয়েছে, সেটা সত্যি। তবে, এই মুহূর্তে লাল-হলুদ ছাড়ার কোনও ইচ্ছে নেই।‘


ইস্টবেঙ্গলে দারুভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন মহেশ। তাই কার্লেস কুয়াদ্রাতের দলে শুধু আগামী মরশুম নয়, আরও বেশ কিছু বছর লাল-হলুদের জার্সি গায়ে চাপিয়েই খেলতে চান মহেশ। তিনি স্পষ্ট বলেন, ‘দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছি। সমর্থকরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন। তাছাড়া ২০২৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে। শুনেছি, ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদি চুক্তি চায়। এজেন্টের সঙ্গে নিশ্চই কথা বলবেন তাঁরা। আমি আশাবাদী, তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে।’


শুধু তাই নয়, ওড়িশা এফসি থেকে নন্দাকুমারের সঙ্গে তাঁর জুটিও বেশ ভালো হবে বলেই মনে করেন মহেশ। মহেশ বলেন, ‘আমাদের জুটি ক্লিক করলে দলেরই লাভ হবে। নন্দর অন্তর্ভুক্তি অবশ্যই দারুণ একটা ব্যাপার।’ উল্লেখ্য, ভিসা সমস্যায় ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের ভারতে আসা পিছিয়ে গিয়েছে। তাঁর আসতে দেরি হলে, ডুরান্ডের আগে ভারতীয় স্কোয়াড নিয়েই অনুশীলন শুরু করে ফেলবে লাল-হলুদের সিনিয়র দল।

Advertisement

 
গোলকিপার কোচ ফ্রান্সিসকো হাভিয়ের, আলবার্টো মার্টিনেজ ও ফিজিও ফার্নান্ডেজ আলভারেজকেও সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার লাল-হলুদের পক্ষ থেকে এই খবর জানানো হয়। তবে কবে তাঁরা ভারতে আসবেন তা এখনও বোঝা যাচ্ছে না। ভিসা সমস্যায় আটকে রয়েছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোও। ফলে মোহনবাগান অনুশীলন সরাসরি দেখতে পারছেন না তিনি। ১৫ আগস্ট যুবভারতীতে এএফসি অভিযান শুরু করার কথা ছিল সবুজ-মেরুনের। কিন্তু সেই ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement