ইন্দোর টেস্টে ভারতকে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শুধু সিরিজে হার বাঁচানো নয়, ৯ উইকেটে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে অজিরা। তবে ইন্দোরে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক নাথান লায়ন। ৩৫ বছর বয়সী লায়ন দ্বিতীয় ইনিংসে আট উইকেট নিয়ে ভারতের ইনিংস দ্রুত শেষ করে ফেলেন নাথান লায়ন। প্রথম ইনিংসেও তিনটি উইকেট নেন তিনি। তবে তাঁর জীবনের গল্প একেবারেই সহজ ছিল না।
একটা সময়, অ্যাডিলেড ওভালে মাঠ কর্মী ছিলেন লায়ন। এক সাক্ষাৎকারে অজি অফস্পিনার বলেছিলেন, 'আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে মাঠের ঘাস কাটতাম। কিন্তু, আমি আমার কর্মজীবন নিয়ে কোনোদিনই চিন্তা করিনি। এরপর, ২০১২ সালের জানুয়ারিতে সেই অ্যাডিলেডেই ম্যাচ খেলেন অজি ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে সেই টেস্টে প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট তুলে নিয়েছিলেন লায়ন। অর্থাৎ প্রথম টেস্টেই মোট ৫ উইকেট তোলেন তিনি।
আরও পড়ুন: রোহিতের সাফাই, 'আমাদের অ্যাটাকিং খেলা উচিত ছিল'
কীভাবে বদলায় লায়নের ভাগ্য?
রেডব্যাকস দলের কোচ ড্যারেন বেরি নাথান লায়নকে গ্রাউন্ডস্টাফ থেকে ক্রিকেটার করে তোলেন। প্র্যাকটিস ম্যাচে একজন ক্রিকেটার কম হচ্ছিল রেডব্যাকসের। ম্যাচের আগেই বেরি জানতে পারেন, নাথান লায়ন জুনিয়র পর্যায়ে একজন ভালো বোলার ছিলেন। এই খবর জানতে পেরেই তাঁকে দলে নিয়ে নেন বেরি। এরপর প্রায় উল্কার গতিতে উত্থান হয় অস্ট্রেলিয়ার এই অফস্পিনারের। মাত্র সাত মাসের মধ্যেই দারুণ টেস্ট ক্রিকেটার হয়ে ওঠেন অজি অফস্পিনার।
আরও পড়ুন: টপ অর্ডার লাগাতার 'ফেল', ইন্দোর টেস্টে ভারতের হারের ৫ কারণ
নাথান লায়ন ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন লায়ন। শুধু তাই নয়, প্রথম বলেই কুমার সাঙ্গাকারার উইকেট তুলে নেন তিনি। যদিও সেখানেই থেমে থাকেননি লায়ন। এখনও পর্যন্ত ১১৮টি টেস্টে ৪৭৯টি উইকেট নিয়েছেন তিনি। ২৩ বার পাঁচ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার। যদিও সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ কিছুই করতে পারেননি লায়ন। তিনি সীমিত ওভারের ক্রিকেটে মাত্র ৩০টি উইকেট পেয়েছেন।
উপমহাদেশে খেলতে এলেই প্রচুর উইকেট পান লায়ন। এশিয়ার মাটিতে বিদেশি বোলারদেরের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তাঁর। শ্যেন ওয়ার্নকে পেছনে ফেলেছেন নাথান লিয়ন, যিনি ২৫টি টেস্টে ১২৭ উইকেট নিয়েছেন। অন্যদিকে, নাথান লিয়ন এখন পর্যন্ত এশিয়ায় ২৭টি টেস্টে ১৩৭ উইকেট নিয়েছেন। ভারতের মাটিতেও দারুণ ছন্দে লায়ন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিরিখে তিন নম্বরে রয়েছেন লায়ন। শীর্ষে প্রয়াত স্পিনার শ্যেন ওয়ার্ন। টস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন তিনি। গ্লেন ম্যাকগ্রাথ নিয়েছেন ৫৬৩টি উইকেট।