Advertisement

Neeraj Chopra Photoshoot : সোনাজয়ী নীরজের ফটোশ্যুট, ইন্টারনেট বলছে, 'মডেলও ফেল'

ছবিতে ট্র্যাডিশনাল আউটফিটে দেখা যাচ্ছে নীরজ চোপড়াকে। কুর্তা ও শেরওয়ানিতে নীরজের ছবি খুবই পছন্দ হয়েছে তাঁর ভক্তদের। ছবিতে রোহিত বলকেও ট্যাগ করেছেন তিনি। ক্যাপশানে নীরজ লিখেছেন, 'গত মাসে ডিজাইনার রোহিত বলের সঙ্গে সাক্ষাত করা ও  তাঁর আউটফিটে ফটোশ্যুট করার সুযোগ পেলাম। তাঁর এথনিক, ক্ল্যাসিক পোশাক ও ডিজাইন আমার খুব পছন্দ হয়। খুব শীঘ্রই সেগুলি আমার ওয়ার্ড্রবে রাখতে চাই।'

নীরজ চোপড়া
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Oct 2021,
  • अपडेटेड 4:19 PM IST
  • ফাটাফাটি ফটোশ্যুট নীরজ চোপড়ার
  • রোহিত বলের আউটফিটে করলেন ফটোশ্যুট
  • সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা

অলিম্পিকে সোনা জয়ের পরেও বারংবার চর্চায় নীরজ চোপড়া (Neeraj Chopra)। খেলাধূলার পাশাপাশি আরও প্রতিভার অধিকারী তিনি। দিনদিন গোটা বিশ্বে বাড়ছে তাঁর ফ্যান ফলোয়ার। খেলা ও অভিনয়ের পর এবার ফ্যাশান দুনিয়াতেও পা রাখার প্রস্তুতি শুরু করেছেন তিনি। বিখ্যাত ডিজাইনার রোহিত বলের আউটফিটে এবার দেখা গেল নীরজকে। নিজের ইনস্টাগ্রামে সেইসব ছবি শেয়ারও করেছেন তিনি। 

ছবিতে ট্র্যাডিশনাল আউটফিটে দেখা যাচ্ছে নীরজ চোপড়াকে। কুর্তা ও শেরওয়ানিতে নীরজের ছবি খুবই পছন্দ হয়েছে তাঁর ভক্তদের। ছবিতে রোহিত বলকেও ট্যাগ করেছেন তিনি। ক্যাপশানে নীরজ লিখেছেন, 'গত মাসে ডিজাইনার রোহিত বলের সঙ্গে সাক্ষাত করা ও  তাঁর আউটফিটে ফটোশ্যুট করার সুযোগ পেলাম। তাঁর এথনিক, ক্ল্যাসিক পোশাক ও ডিজাইন আমার খুব পছন্দ হয়। খুব শীঘ্রই সেগুলি আমার ওয়ার্ড্রবে রাখতে চাই।'

নীরজ চোপড়া

অলিম্পিকে সোনা জয়ের পর থেকেই জনপ্রিয়তার শিখরে ওঠেন নীরজ। নীরজের এই সমস্ত সুন্দর ছবিগুলি তুলেছেন ফটোগ্রাফার তরুণ খিওয়াল। ছবিগুলিতে কোনও পেশাদার মডেলের চেয়ে কম লাগছে না নীরজকে। তাই প্রশংসাসূচক কমেন্টও করছেন ইউজাররা। 

তরুণ খিওয়াল নিজের ইনস্টাগ্রামে নীরজের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, 'এই যুবক ও নম্র স্বভাবের ছেলেটির ছবি তোলার সুযোগ পেলাম। এটা আমার কাছে আরও একটি গর্বের মুহূর্ত। আপনাকে শুভকামনা। আপনি আরও খেতাব জিতুন এবং নিজের পরিবার ও দেশকে গর্বিত করুন।' 

প্রসঙ্গত নীরজ চোপড়া নিজের প্রথম ফটোশ্যুট ইন্ডিয়া টুডের স্পাইস ম্যাগাজিনের জন্য করেছিলেন। আর সেই লুক মানুষের পছন্দও হয়েছিল। 

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement