দোহা ডায়মন্ড লিগে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে তৃতীয়বার ডায়মন্ড লিগে শীর্ষস্থান দখল করলেন নীরজ। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনা জেতা নীরজ দারুণভাবে এই মরশুম শুরু করেছেন। তাঁর প্রথম থ্রো ছিল ৮৮.৬৭ মিটার।
টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী জাকুর ভালদেচ এবারেই শেষ করলেন দ্বিতীয় হয়েই। নীরজের থ্রো থেকে মাত্র চার সেন্টিমিটার কম ছুড়ে দ্বিতীয় স্থানে তিনি। সেই থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করছেন নীরজ। সকলের নজর ছিল, ডায়মন্ড লিগের পরবর্তী ধাপগুলিতে নিজের সেরা পারফরম্যান্সকে টপকে নীরজ ৯০ মিটারের মাইলফলক ছুঁতে পারেন কিনা। যদিও সেটা এ দিন হয়নি। নীরজের দোহায় খেতাব জয়ে উচ্ছ্বসিত প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। ট্যুইট করে নীরজকে অভিনন্দন জানিয়েছেন।
নীরজ চোপড়ার প্রথম থ্রোই খেতাব নিশ্চিত করে দেয়। এরপরের দুই থ্রো ছিল যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটারের। চতুর্থ থ্রোটি করতে গিয়ে ফাউল করে বসেন নীরজ। পঞ্চম চেষ্টায় ৮৪.৩৭ মিটার দূরে থ্রো করেন নীরজ। ষষ্ঠ প্রয়াসে ৮৬.৫২ মিটারের থ্রো করেন অলিম্পিক্সে সোনা জেতা নীরজ।
দোহায় ৯০ মিটারের থ্রো করবেন বলে প্রত্যয়ী ছিলেন নীরজ। তবে সেটা সম্ভব হলো না। বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স গত বছর দোহায় ৯৩ মিটারের থ্রো করে সকলকেই চমকে দিয়েছিলেন। তিনি এদিনও নীরজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন পিটার্স। যদিও ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে টপকাতে পারেননি। নীরজ গত বছরেই জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেবার তিনি ছুড়ে ছিলেন ৮৮.৪৪ মিটার।