Advertisement

Neeraj Chopra : ফের সোনা জিতলেন নীরজ চোপড়া, প্যারিস অলিম্পিক্সের আগে বিরাট সাফল্য

ফের নিজের জাত চেনালেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের এক মাস আগে পাভো নুরমি গেমসে জিতলেন সোনা। ৮৫.৯৭ মিটার ছুড়লেন রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট।

neeraj chopra
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Jun 2024,
  • अपडेटेड 11:35 PM IST
  • ফের নিজের জাত চেনালেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া
  • প্যারিস অলিম্পিক্সের এক মাস আগে পাভো নুরমি গেমসে জিতলেন সোনা

ফের নিজের জাত চেনালেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া।  প্যারিস অলিম্পিক্সের এক মাস আগে পাভো নুরমি গেমসে জিতলেন সোনা। ৮৫.৯৭ মিটার ছুড়লেন রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট। সেখানে ফিনল্যান্ডের টনি কেরানেন ৮৪.১৯ মিটার থ্রোতে দ্বিতীয় স্থান অর্জন করেন। রৌপ্য জিতেছেন অলিভিয়ের হেলান্ডা। 

প্রথম প্রয়াসে নীরজ ৮৩.৬২ মিটার থ্রো করেন। বিশ্বচ্যাম্পিয়ন নীরজের শুরুটা খারাপ ছিল না। বাকিদের মধ্যে ফিনল্যান্ডের টনি কেরানেন ৮২.৫৯ মিটার ছোড়েন। খুব একটা পিছনে ছিলেন না গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। ৮২.৫৮ মিটার থ্রো করেন তিনি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ খুব একটা ভালো থ্রো করতে পারেননি। ৮৩.৪৫ মিটার থ্রো করেছিলেন। ফলে তিনি পিছিয়ে পড়েন। সেই সুযোগে ফিনল্যান্ডেরই ওলিভের হেলান্ডার নীরজকে পিছনে ফেলে দেন। 

তবে তৃতীয় প্রয়াসে নীরজ দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। তিনি থ্রো করেন ৮৫.৯৭ মিটার। ৮৫ মিটার থ্রো ক্লিয়ার করা আটজনের মধ্যে নীরজই ছিলেন একমাত্র অ্যাথলিট। এই রাউন্ডে অলিভিয়ার নীরজকে টপকাতে পারেননি। 

চতুর্থ রাউন্ডে ৮২.২১ মিটার থ্রো করেন নীরজ। চতুর্থ প্রয়াসে বেশি জোর লাগাননি তিনি। তবে চতুর্থ রাউন্ড শেষ হওয়ার পরও নিজের লিড ধরে রাখেন। পঞ্চম চেষ্টায় নীরজ ফাউল করলেও অন্য কোনও অ্য়াথলিট নীরজকে ছাপিয়ে যেতে পারেননি। পঞ্চম রাউন্ডে, শুধুমাত্র আদ্রিয়ান মারদারে ৮২ মিটার থ্রো ক্লিয়ার করতে সক্ষম হন। তবে নীরজ সহ তিনজন খেলোয়াড় ফাউল করেন।

তবে ষষ্ঠ রাউন্ডে ৮২.৯৭ মিটার থ্রো করেন নীরজ। এই রাউন্ডে শুধুমাত্র নীরজ এবং ম্যাক্স ডেহনিং সফলভাবে থ্রো করতে পারেন। শেষ পর্যন্ত ৮৫.৯৭ মিটারের থ্রো তাঁকে সোনা এনে দেয়

৯০ মিটার ক্লাবের সর্বকনিষ্ঠ সদস্য জার্মানির ম্যাক্স ডেহিংকে নীরজের অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছিল। তবে তিনি সফল হতে পারেননি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement