Advertisement

FIFA World Cup 2022: নেইমারের মতো স্টাইল করতে পারেন আপনিও, রইল টিপস

নেইমারের নতুন নতুন সাজ বহু মহিলার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তবে শুধু ব্রাজিলিয়ান সুপারস্টার কেন, আপনিও নেইমারের মত সাজতে পারেন। তবে তার জন্য মনে রাখতে হবে এই পাঁচটি টোটকা।

বিশেষ যত্ন নিচ্ছেন নেইমার বিশেষ যত্ন নিচ্ছেন নেইমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2022,
  • अपडेटेड 1:53 PM IST
  • বিশ্বকাপ শুরু হতে মাত্র ৭ দিন বাকি
  • ত্বকের বিশেষ যত্ন নিচ্ছেন নেইমার

বিশ্বকাপ শুরু হতে মাত্র সাত দিন বাকি। কাতার বিশ্বকাপকে (FIFA World Cup 2022) সামনে রেখে ব্রাজিল (Brazil) দল অনুশীলন শুরু না করলেও, প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন তারকা ফুটবলার নেইমার (Neymar jr)। ইতিমধ্যেই সাজগোজ শুরু করে দিয়েছেন পিএসজি (PSG) তারকা। শুধু তো মাঠের পারফরমেন্স নয়, সাজসজ্জা দিক থেকেও নেইমারকে নিয়ে আলোচনা হয়। কখনও চুলে নতুন রং, আবার কখনও ট্যাটু করে নজরে এসেছেন নেইমার।
নেইমারের নতুন নতুন সাজ বহু মহিলার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তবে শুধু ব্রাজিলিয়ান সুপারস্টার কেন, আপনিও নেইমারের মত সাজতে পারেন। তবে তার জন্য মনে রাখতে হবে এই পাঁচটি টোটকা।

ঝকঝকে দাঁত
সকলেই চান তাদের দাঁত সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। তবে বিভিন্ন কারণে দাঁতের যত্ন নেওয়া হয়ে ওঠে না। তবে তারকাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্য। তাই নেইমারের মত স্বচ্ছ দাঁত বজায় রাখার জন্য নিয়মিত ব্রাশ করা, মুখ ধোয়া এবং ডেন্টাল ফ্লস ব্যবহার করা খুব জরুরী। প্রয়োজন হলে, পেশাদার দাঁতের ডাক্তারের পরামর্শও নেওয়া যেতে পারে।

আরও পড়ুন

মুখের বলি রেখা
সাধারণভাবে মনে করা হয় কুড়ি বছর বয়সে পুরুষদের মুখে বলিরেখা পড়া একেবারেই অস্বাভাবিক। তবে এখনকার দ্রুতগতির জীবনযাত্রার কারণে কুড়ি বছর বয়সেই দ্রুত বাধ্যক্য আসতে শুরু করে। সেই জন্য প্রত্যেকদিন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মিকে প্রতিহত করতে সাহায্য করে এই ময়েশ্চারাইজার। রোদে পোড়া থেকে রক্ষা করে। তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক ভাল থাকে। 

চুলের যত্ন
চুল কাটার ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া উচিত। নেইমারকে দেখলে বোঝা যায় কতটা যত্ন নেন তিনি। চুলের রং করতে হলে, বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে করা উচিত। নয়তো চুলের রং খারাপ হয়ে যেতে পারে। নিয়মিত হেয়ার মাস্ক ব্যবহার করলে ভাল ফল পাওয়া যেতে পারে।

Advertisement

ট্যাটুর যত্ন
ট্যাটু সবসময়ই ফ্যাশনে ইন। তাই নেইমারের মত ট্যাটু করাতে পারেন আপনিও। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে ট্যাটুর রং খারাপ না হয়ে যায়। ভাল মানের ট্যাটু গার্ড দিয়ে ট্যাটু রক্ষা করা যায়। আর সেটা খুব জরুরী। 

Read more!
Advertisement
Advertisement