Advertisement

India vs Australia: ফলোঅন খেয়েও ইডেনে অজিদের হারিয়েছিল ভারত, লক্ষণ-দ্রাবিড়ের সেই ইনিংস মনে আছে ?

১৪ মার্চ ভারতের ক্রিকেট ইতিহাসে বিশেষ দিন। ২০০১ সালের এই দিনেই ইডেনে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে দারুণ জয় পেয়েছিল ভারতীয় দল (Team India)। প্রথম ইনিংসে ফলোঅন হওয়ার পর যেভাবে টিম ইন্ডিয়া ম্যাচে কামব্যাক করেছিল তা সত্যি ভারতীয় সমর্থকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ভিভিএস লক্ষণ (VVS Laxman) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দারুণ ব্যাটিং-এ ভর করে ভারতীয় দল জয় পায়।     

রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণরাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2023,
  • अपडेटेड 12:03 PM IST
  • ১৪ মার্চ ইডেনে দারুণ ইনিংস খেলেন লক্ষণ-দ্রাবিড়
  • হরভজন সিং-এর হ্যাটট্রিক

১৪ মার্চ ভারতের ক্রিকেট ইতিহাসে বিশেষ দিন। ২০০১ সালের এই দিনেই ইডেনে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে দারুণ জয় পেয়েছিল ভারতীয় দল (Team India)। প্রথম ইনিংসে ফলোঅন হওয়ার পর যেভাবে টিম ইন্ডিয়া ম্যাচে কামব্যাক করেছিল তা সত্যি ভারতীয় সমর্থকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ভিভিএস লক্ষণ (VVS Laxman) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দারুণ ব্যাটিং-এ ভর করে ভারতীয় দল জয় পায়।     


২০০১ সালের কলকাতা টেস্টে যা হয়েছিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের সকালেও বোঝা যায়নি ভারতীয় দল টেস্ট সিরিজ জিতবে। মুম্বইয়ে প্রথম টেস্ট হেরে যাওয়া ভারতীয় দল কলকাতার ইডেন গার্ডেন্সে ফলোঅন খেয়ে ব্যাট করতে নেমেছিলেন। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ২৫৪/৪ তখনও অস্ট্রেলিয়া ২০ রানে লিড করছিল। ভারত দ্বিতীয় টেস্টেও হেরে যাবে এমনটাই মনে করা হচ্ছিল। সেই সময়ই প্রতিরোধ গড়ে তোলেন লক্ষণ ও দ্রাবিড়। ১০৯ রান করেও উইকেটে টিকে ছিলেন লক্ষণ। রাহুল দ্রাবিড় ১৫৫ বল খেলে মাত্র ৭ রান করে নট আউট ছিলেন। 

আরও পড়ুন

১৪ মার্চ ইডেনে অবিশ্বাস্য কান্ড ঘটিয়েছেন দ্রাবিড়-লক্ষণ

চতুর্থ দিনে যা ঘটে তা কেউই কল্পনা করতে পারেননি। সারাদিনের ব্যাট করে ভারতীয় দল একটিও উইকেট হারায়নি দিনের শেষে ভারতের স্কোর ছিল চার উইকেটে ৫৮৯। লক্ষ্মণ ২৭৫ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে দ্রাবিড় অপরাজিত ছিলেন ১৫৫ রানে। পঞ্চম উইকেটে ৩৫৭ রান যোগ করেছিলেন দুই ব্যাটার। পঞ্চম দিনেও ব্যাট করতে থাকেন দুই তারকা। মোট ৩৭৬ রানের পার্টনারশিপের পর, লক্ষ্মণ ২৮১ রান করার পর ফিরে আসেন, যখন দ্রাবিড়ও ১৮০ রান করার পর রান আউট হন। ভারত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৬৫৭ রানে। ভরতের হাতে তখনও ছিল ৩ উইকেট।

Advertisement

ফলোঅনের পর অস্ট্রেলিয়াকে ১৭১ রানে হারিয়েছে ভারত

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৩৮৪ রানের টার্গেট রেখে ইতিহাস গড়ে ভারতীয় দল। হরভজন সিংয়ের বল প্যাডে লাগার সঙ্গে সঙ্গে টেইলেন্ডার গ্লেন ম্যাকগ্রা ক্যাচ দিয়ে আউট হতেই ভারত এই টেস্ট ম্যাচ জিতে নেয় ১৭১ রানে।

Read more!
Advertisement
Advertisement