Advertisement

India vs Pakistan: কলকাতাতে ভারত vs পাক বিশ্বকাপের ম্যাচ? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ফ্যানরা

বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ কোথায় হবে? মনে করা হচ্ছিল, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হতে পারে এই ম্যাচ। তবে তা নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিকল্প প্রস্তাবও দিয়েছে পিসিবি (PCB)। 

ভারত-পাক ম্যাচ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jun 2023,
  • अपडेटेड 5:52 PM IST
  • ভারত-পাক ম্যাচ কোথায় হবে?
  • আহমেদাবাদের পাশাপাশি লড়াইয়ে কলকাতাও

বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ কোথায় হবে? মনে করা হচ্ছিল, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হতে পারে এই ম্যাচ। তবে তা নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিকল্প প্রস্তাবও দিয়েছে পিসিবি (PCB)। 


জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, আহমেদাবাদের জায়গায় এই ম্যাচ অনুষ্ঠিত হোক কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। গ্রুপ পর্বের ম্যাচ তারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবে না এমনটাই জানিয়েছিল পাক বোর্ড। এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়েও দীর্ঘদিন টালবাহানা চলেছে। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই সায় দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। এরপর থেকেই ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে আপত্তির কথা জানায় পাক বোর্ড। তবে তাদের মূল আপত্তি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা নিয়ে। এই বিষয় ফের সমস্যা হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। যদিও এই ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।  


পিসিবি জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে দিতে হবে ইডেনে। আহমেদাবাদে তারা খেলতে রাজি নয়। এখনও আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খসড়া সূচী অনুসারে ৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। বাবর আজমদের দ্বিতীয় ম্যাচ ১২ অক্টোবর। ১৫ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার কথা পাকিস্তানের। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

ভারত-পাক ম্যাচ

এর আগে আইসিসি বিশ্বকাপের খসড়া সূচী পাঠানোর পরেই আপত্তি জানিয়েছিল পিসিবি। তারা বলেছিল, এ ব্যাপারে এখনই কিছু জানানো যাবে না। সরকারের সঙ্গে কথা না বলে সম্মতি দিতে পারবে না পিসিবি। ভারতে খেলতে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই।  নাজম শেঠী বলেন, ‘ভারত বা পাকিস্তানের ক্ষেত্রে বিসিসিআই (BCCI) অথবা পিসিবি কেউই নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না। সংশ্লিষ্ট সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। ভারত আমাদের দেশে খেলতে আসতে চাইলে যেমন ওদের দেশের সরকারের থেকে অনুমতি দরকার, তেমনই আমাদের সরকারও ঠিক করবে আমরা ভারতে খেলতে যাব কি না।’ 

Advertisement

যদিও এরপর কিছুটা নরম হয় পাক বোর্ড। সাফ কাপে পাকিস্তান ফুটবল দল খেলতে আসায় চাপ বাড়ে নাজম শেঠিদের ওপর। এরপর আহমেদাবাদে খেলতে আসা নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তান-ভারত-এর এই টাল্ বাহানার জেরে এখনও বিশ্বকাপের সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি।
 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement