Advertisement

Pakistan vs Bangladesh Test Series: 'পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে হারিয়েছে..' বাংলাদেশের কাছে হেরে ট্রোলড বাবররা

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হার পাকিস্তানের। ১০ উইকেটে বাবর আজমদের বিরুদ্ধে বাংলাদেশের এই জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় তা চর্চার বিষয় হয়ে উঠেছে। নানা মিম শেয়ার করছেন ক্রিকেট ভক্তরা। 

ট্রোলড বাবর আজম সহ পাক দল।
Aajtak Bangla
  • রাওয়ালপিন্ডি,
  • 25 Aug 2024,
  • अपडेटेड 6:22 PM IST

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হার পাকিস্তানের। ১০ উইকেটে বাবর আজমদের বিরুদ্ধে বাংলাদেশের এই জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় তা চর্চার বিষয় হয়ে উঠেছে। নানা মিম শেয়ার করছেন ক্রিকেট ভক্তরা। 

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান দল প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানের বড় স্কোর করে। এর পর বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করে ৫৬৫ রানে। এর ফলে প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। পাকিস্তান দল দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় এবং মাত্র ৩০ রানের লক্ষ্য দেয়। এরপর কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। 

ইনিংস ডিক্লেয়ার করার পরও হেরে যায় পাকিস্তান

পাকিস্তান দল ৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংসে ডিক্লেয়ার দিয়ে দেয়। তা সত্ত্বেও তাদের লজ্জাজনক হারের মুখে পড়তে হয়। এই ফলাফলের পর সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোলড হচ্ছে পাকিস্তান দল। এক ইউজার লিখেছেন, 'পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে পরাজিত করেছে।' পাকিস্তানের ক্রিকেট ভক্তরাও তাদের দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট। দলকে প্রচণ্ডভাবে ট্রোলড ও তিরস্কারও করেছেন। কিছু ইউজার আবার রাওয়ালপিন্ডির পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ধরণের পিচে খেলার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমও ভক্তদের ক্ষোভ থেকে রেহাই পাননি। ট্রোলডও হয়েছেন তিনি।
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement