Advertisement

SAFF Cup 2023: ক্রিকেট নিয়ে টানাটানি! ভারতে ফুটবলার পাঠাতে আপত্তি নেই পাকিস্তানের

ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)  দলের এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তান সফরে যাওয়া নিয়ে ধোঁয়াশার মাঝেই সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) খেলতে ভারতে আসছে পাকিস্তান দল (Pakistan Football Team)। যদিও সেটা ফুটবল দল। ২১ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলা এই টুর্নামেন্টে খেলতে আসবে পাকিস্তান। এমনটাই খবর এআইএফএফ (AIFF) সূত্রে।

পাকিস্তান পাকিস্তান
জাগৃক দে
  • কলকাতা,
  • 14 May 2023,
  • अपडेटेड 4:11 PM IST

ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)  দলের এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তান সফরে যাওয়া নিয়ে ধোঁয়াশার মাঝেই সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) খেলতে ভারতে আসছে পাকিস্তান দল (Pakistan Football Team)। যদিও সেটা ফুটবল দল। ২১ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলা এই টুর্নামেন্টে খেলতে আসবে পাকিস্তান। এমনটাই খবর এআইএফএফ (AIFF) সূত্রে।

দুই দেশের সম্পর্ক ও নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিকল্প ব্যবস্থার কথা বলেছে পাকিস্তান। নিরপেক্ষ দেশে নিজেদের ম্যাচ খেলবে ভারত। তাতে যদিও জটিলতা বাড়বে। সেই জন্যই এর জেরে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (Psakistan Cricket Board)। তাঁদের দাবি, ভারত এশিয়া কাপ খেলতে না এলে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে আসবে না পাকিস্তান দলও। তবে পাকিস্তান ফুটবল দল ভারতে এসে খেললে চাপ বাড়বে পিসিবি-র ওপর। ফলে তাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মানতেই হবে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাবর আজমদের ভারতে আসা আটকাতে পারবে না তারা। 
২১ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ৩ জুলাই পর্যন্ত চলবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ভারতে চতুর্থবার আয়োজন হতে চলেছে দক্ষিণ এশিয়ার এই ফুটবল টুর্নামেন্টের। 

আরও পড়ুন

এই টুর্নামেন্টে সমস্ত সদস্য দেশগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্যায়ে রাউন্ড রবিন পর্যায়ে খেলা হবে। এরপর দুটি গ্রুপের প্রথম দুই দল সরাসরি যাবে সেমিফাইনালে। এই টুর্নামেন্টের ড্রয়ের তারিখও কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে। যদিও ফিফার ব্যান থাকায় এবারের সাফ কাপে খেলতে আসবে না শ্রীলঙ্কার ফুটবল দল। তবে পাকিস্তানের খেলতে আসা নিঃসন্দেহে বড় একটা ব্যাপার। 

বিভিন্ন ইস্যুতে বারেবারে উত্তপ্ত হয়েছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। সেখানে পাকিস্তান ফুটবল দলের সাফ কাপ খেলতে আসা নিসন্দেহে একটা দারুণ খবর বেঙ্গালুরুর ফুটবলপ্রেমীদের জন্য। তাঁরা দারুণভাবে উপভোগ করতে পারবেন এই টুর্নামেন্ট। এবারের আইএসএল-এও প্রচুর মানুষ এসেছিলেন বেঙ্গালুরু এফসি-র ম্যাচ দেখতে। সাফ কাপেও প্রচুর মানুষ ম্যাচ দেখতে আসবেন এমনটাই আশা ফুটবল ফেডারেশনের। 
 

Read more!
Advertisement
Advertisement