ভারতীয় দল (Team India) কি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে (Pakistan) যাবে? এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার আইসিসি-র (ICC) উপরেই ছেড়ে দিল পিসিবি (PCB)। পাকিস্তান ক্রিকেট বোর্ড মেনে নিল, তাদের পক্ষে বিসিসিআইকে (BCCI) বোঝানো সম্ভব নয়। ভারতকে বোঝানোর ভার নিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকেই।
আট বছর পর অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে এবার অনুষ্ঠিত হতে চলেছে এই মিনি বিশ্বকাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই খসড়া সূচি প্রকাশ করেছে। তবে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে এমনটা ধরে নিয়েই সূচি বানিয়েছে পাক বোর্ড। পাশাপাশি বাজেটও পেশ করেছে তারা। সূত্রের খবর, খসড়া সূচিতে লাহোরে ভারতীয় দলের সমস্ত ম্যাচ রাখা হয়েছে। এমনকি টিম ইন্ডিয়া সেমি ফাইনালে উঠলেও রোহিত শর্মারা (Rohit Sharma) লাহোরেই ম্যাচ খেলবেন বলে জানা গিয়েছে।
২০২১ সালে এহসান মানি পাক বোর্ডের দায়িত্বে থাকার সময় চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশে করার ইচ্ছে প্রকাশ করেন। ২০২২ সালে রামিজ রাজা দায়িত্বে থাকার সময় চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে করার দায়িত্ব পায় শাহিন শাহ আফ্রিদিদের বোর্ড। তবে সেই মিনি বিশ্বকাপ নিয়ে সমস্যা তৈরি হয়েছে ভারতীয় দলের খেলা নিয়ে। বিসিসিআই জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে যেতে পারবে না স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন ছাড়া। এমন অবস্থায় এখনও অবধি পিসিবি-র সঙ্গে কোনও বৈঠকে বসেননি বিসিসিআই কর্তারা। এর আগে এশিয়া কাপের সময়ও ভারতীয় দল পাকিস্তানে যায়নি। শ্রীলঙ্কায় সমস্ত ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। এবারেও কি হাইব্রিড মডেলেই ম্যাচ খেলবে ভারতীয় দল তা নিয়ে আলোচনা চলছে।
১ মার্চ ভারতীয় দল খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এটাই এবারের মিনি বিশ্বকাপের মেগা ম্যাচ। আয়োজক পাকিস্তানকে কি এবার হাইব্রিড মডেল অনুসারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে এই ম্যাচ খেলতে হবে? সেটাই এখন বড় প্রশ্ন। তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।